পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)*9 বিদেশী ওঁ প্রবাসী, পৃথিবীতে আমাদের যে আয়ু সে ছায়া সদৃশ ও অস্থায়ী। হে আমাদের প্রভো পরমেশ্বর তোমার পবিত্র নামের উদেশে মন্দির নির্মাণ করাইবার জন্যে আমরা এই যে অনেক দ্রব্য আয়োজন করিলাম, সে সকল তোমার হস্তহইতেই আইল, ও সকলি তোমার আছে, হে আমার ঈশ্বর তুমি অন্তঃকরণের পরীক্ষা করিতেছ, ও সরলতাতে সন্তুষ্ট আছ, তাহা আমি জানি, আমিই আপন অন্তঃকরণের সরলতাতে স্বেচ্ছাতে এই সকল দ্রব্য দান করিলাম, এব৯ এখন তোমার উপস্থিত লোকদিগকে তোমার উদেশে স্বেচ্ছাতে আনন্দে দান করিতে দেখিলাম। হে আমাদের পিতৃলোক অব্ৰাহম ও ইসহাক ও ইস্রায়েলের প্রভো পরমেশ্বর তুমি আপন লোকদের অন্তঃকরণের কল্পনার উদয়ে এই কৰ্ম্ম সৰ্ব্বদা স্থির করিয়া রাখ, ও আপনার প্রতি তাহাদের অন্তঃকরণ নিবিষ্ট কর। এবং তোমার আজ্ঞ ও বিধি ও ব্যবস্থা পালন করিয়া কৰ্ম্ম করিতে এব^ আমি যে প্রাসাদের জন্যে আয়োজন করিয়াছি তাহা গ্রন্থন করিতে আমার পুত্র সুলেমানকে সরলু অন্তঃকরণ দেও। পরে দায়ুদ সকল মণ্ডলীকে কহিল, এখন আপনাদের প্রভু পরমেশ্বরের ধন্যবাদ-কর, তাহাতে সকল মণ্ডলী আপনাদের পিতৃলোকদের পুত্ব পরমেশ্বরের ধন্যবাদ" করিল ও মস্তকদ্বারা প্রণাম করিয়া পরমেশ্বরের প্রতি ভজনা করিল, তখন দায়ুদ হিরোনেতে ৭ বৎসর বাজত্ব করিয়া ও ষিরশালম নগরে ৩২ বৎসর রাজত্ব করিয়া Q 3