পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ ®}, করিতে লাগিল, তাহাতে রাজা তাহার প্রশ্নানুসারে সমুদয় সদুত্তর দিলে পর, ঐমহারাণী সুলেমানের বুদ্ধি ও তাহার রাজ্যের ঐশ্বৰ্য্য বিমুয়ে বিস্ময়াপন্ন হইয়। রাজাকে কহিল, আমি আপন রাজ্যে থাকিয় তোমার কৰ্ম্ম ও বিদ্যা বিষয়ে যে সুখ্যাতি শুনিয়াছি, তাহার অন্যথা নাই । কিন্তু আমি যাবৎ এখানে আসিয় আপন চক্ষুতে না দেখিয়াছিলাম, তাবৎ আমার মনের সন্দেহ দূর হয় নাই, আবার এখানে আসিয়া যাহা দেথিলাম তাহার অদ্ধেকও সেখানে শুনি নাই, কারণ তোমার বিদ্য ও ঐশ্বৰ্য্যের বিষয়ে যাহা শুনিয়াছিলাম, তাহ। হইতে ও অধিক দেখিলাম। যে সকল তোমার অনুগত লোক ও দাসবর্গ নিত্য তোমার সম্মুখে দাড়াইয়। জ্ঞানের কথা শুনে, তাহারাই ধন্য, এবং ইসায়েল ব^শের রাজসি^হাসনে তোমাকে উপবিষ্ট করাইতে পরমালাদিত ছিলেন কে প্ৰভু পরমেশ্বর তিনি পরম ধন্য হন। পরমেশ্বর ইসায়েল বণশকে নিতান্ত প্রিয় বাসেন, এই হেতুক ন্যায় ও ধৰ্ম্ম পূৰ্ব্বক তাহাদের উপরে রাজত্ব করিতে তিনি তোমাকেই নিযুক্ত করিলেন, ঐ মহারাণী নানা প্রকার বহুমূল্য দ্রব্য রাজাকে উপটৌকন দিয়া ও রাজার নিকটহইতে আপনি ও নান৷ প্রকার উত্তম ২ দ্রব্য প্রতিগ্রহ করিয়া রাজার বিশিষ্ট ব্যবহার দর্শনানন্তর পরমাহলাদ পুরঃসর স্বদেশের প্রতি যাত্রা করিল। সুলেমান এই প্রকারে কুশল ও সৌভাগ্য বিশিষ্ট হইয় তাহার ধৰ্ম্মশীল পিতা দায়ুদের অভিমতানুসারে কার্য্য করিতে সযত্ব হইয় পরমেশ্বরের