পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ৭৯ উদেশে পৃথিবীর মধ্যে অদৃষ্টপূৰ্ব্ব এক আশ্চর্য মন্দির নিৰ্ম্মাণ করিতে আজ্ঞা করিল। পরে সে সোরদেশের রাজা হরমের সহিত বন্ধুতা করিয়া তাহার নিকটে লিবানোন পৰ্ব্বতোৎপন্ন দেবদারু ও এরস কাষ্ঠ চাহিয়া পাঠাইল । পরে সে আপন রাজ্যের প্রজাবর্গের মধ্যে উত্তম কৰ্ম্মনিপুণ ও শিল্পকর ৩০০০০ ত্রিস হাজার লোক ঐ কৰ্ম্ম বিষয়ে নিযুক্ত করিল, ও অন্য এক স্থানে এই মন্দিরের প্রস্তর সকল খোদাইবার জন্যে ৮০ ০০০ লোক অগ্ৰে নিযুক্ত কবিয়াছিল, ইহাতে মন্দির নিৰ্ম্মাণের । স্থানে হাতল কুঠার এবং অন্যান্য লৌহময় অস্ত্রের শব্দ শুনা যায় নাই, ঐ মন্দির গাথিবীর প্রস্তুরাদি সামগ্রী সকল বহন করিবার জন্যে ৭০০০০ মনুষ্য উপস্থিত ছিল; পরে ইহার গাথনি সমাপ্ত হইলে, ইহার দীর্ঘতা ৬০ হাত ও প্রসার ২০ হাত উচ্চতা ৩০ হাত পরিমাণ স্থির করা গেল, এবং এই মন্দিরের সমুথে ২০ হাত দীর্ঘ ১০ হাত পরিসর এক বারাণ্ড নিৰ্ম্মিত ছিল, এব^ এরস কাঠময় স্বর্ণমণ্ডিত মন্দিরের মধ্যভূমি অবধি ছাত পৰ্য্যন্ত দীর্ঘ এক ঘোড় করাট দ্বারা ঐ মন্দির বিষমভাগে বিভক্ত ছিল, এব^ ঐ কবাটের পশ্চাৎ মন্দিরের এক ভাগের ভূমিপরিমাণ ২০ হাত, ইহার নাম পবিত্ৰাৎ, পবিত্র ভাগ ছিল, এই অংশে পরমেশ্বরের নিয়ম সিন্দুক ও তদুপরিস্থ কেরুবেরা নামক প্রতিমূৰ্ত্তি রাখিবার স্থানে এই মন্দিরের অবশিষ্টাণtশর নাম সঞ্চয়ারি রাখগেল, ইহাতে ধূপৰেদি ও স্বর্ণময় দীপাধার অর্থাৎ পিলসুজ ও দর্শন রুটীৰু