পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У b- e মেজ, ধূনাচি, এব^ চমসপাত্র প্রভৃতি পরমেশ্বরের সেবার উদ্দেশে স্থাপিত ছিল। পূৰ্ব্বোক্ত পবিত্ৰাৎ পবিত্র নামক স্থানের নিকটে নীল, পীত, শ্বেত, হরিত ধূম, বক্র প্রভৃতি নানা বর্ণেতে শোভিত বস্ত্র নিৰ্ম্মিত এক পরদ কুলান ছিল, মন্দিরের মধ্যভূমি উত্তম মর্মর প্রস্তরে নিৰ্ম্মিত ছিল, এব^ ইহার ভিত্তি ও তদুপরিস্থ ছাতের দৃশ্যভাগ সুৱৰ্ণ মণ্ডিত ছিল। ঐ মন্দিরের নিকটে নানা বিধ কার্যের নিমিত্তে অতিশয় সুন্দর ত্রিতলা গৃহ নিৰ্ম্মাণ হইল, মন্দিরের সমুথে ২০ হাত দীর্ঘ ২০ হাত প্রশস্ত ১০ হাত উচ্চ এক স্বজ্ঞবেদি প্রস্তুত হইল, সেখানে উপকরণাদি, দ্রব্য পরিষ্কার করণার্থে ১০ টা বৃহৎ তামুময় প্রক্ষালন পাত্র ছিল, এবং ঐ মন্দিরের যাজকগণের অঙ্গ প্রক্ষালনের কারণ ১২ দ্বাদশ ট। তামু নিৰ্ম্মিত বলদের পৃষ্ঠের উপরিভাগে ৩০ হাত পরিমাণ পরিধি এক তামার পাত্র স্থাপিত ছিল। সুলেমান এই মহামন্দিরের গাথনি তাহার রাজত্বের চতুর্থ বৎসরে আরম্ভ করিয়া একাদশ বৎসরে সমাপ্ত করিল, তখন তাহার ২১ বৎসর বয়স ছিল। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ১০০৪ বৎসর। এই ৰূপে সেই মন্দির সমুদায় প্রস্তুত হইলে, সুলেমান তাহার প্রতিষ্ঠা করণার্থে যত্নবান হইল, এই মহামন্দির প্রতিষ্ঠা পৃথিবীতে বিখ্যাত করিবার মানসে সমারোহ পূৰ্ব্বক এক উৎসবোপলক্ষে ইসুয়েলবণশের প্রাচীন অধ্যক্ষগণকে আহ্বান করিল, পূৰ্ম্মে তাহার পিতা দায়ুদ রাজা সামান্য আবাসে পরমেশ্বরের যে নিয়ম