পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} }-ఆ এই কথা কহিল, হে বেদি ২ পরমেশ্বর এই কথা কহেন, যোশিয় নামে এক বালক দায়ুদের বণশে জন্মিয় ধূপ প্রজ্বালনকারী উচ্চস্থানের যাজকগণকে তোমার উপরে উৎসর্গ করিবে, ও তোমার উপরে মনুষ্যের অস্থি দগ্ধ করবে। এব^ ঐ দিবসে সে লক্ষণদ্বারা এ কথা কহিল, এই বেদি ভগ্ন হইবে, ও তাহার উপরিস্থ ভস্ম বাহিরে নিক্ষিপ্ত হইবে। যারবিয়াম তাহ শুনিয়া অতিশয় ক্রোধ পূৰ্ব্বক হস্ত বিস্তার করিয়া ভবিষ্যদ্বক্তাকে ধরিতে আপনগর সৈন্যদিগকে আজ্ঞা করিল। তাহাতে তাহার হস্ত শুষ্ক হইলে, সে তাহ পুনরায় ফিরিয়া লইতে অক্ষম হইল। তখন সে বেদি ভগ্ন হইল, ও তাহার উপরিস্থ ভস্ম বাহিরে নিক্ষিপ্ত হইল, এবণ এইৰূপে সে অপারক হইয়া নিষ্ঠুর বাক্যের পরিবৰ্ত্তে বিনয়বাক্যে ভবিষ্যদ্বক্তাকে কহিল, আপনি পরমেশ্বরের নিকটে প্রার্থন করুন যেন আমার হস্ত পূৰ্ব্বলৎ সূস্থ হয়। ঐ ভবিষ্যদ্বক্ত। তাহার নিমিত্তে ঈশ্বরের নিকটে প্রার্থনা করিলে, তাহার যে হস্ত এককালে স্তষ্ক হইয়া সম্পূৰ্ণৰূপে অক্ষম হইয়াছিল, তাহ এক্ষণে পুনৰ্ব্বার ঈশ্বরানুগ্রহে আশ্চৰ্য্যৰূপে সুস্থ হইল। ইহাতে যারবিয়াম দ্বীয় পাপের বিষয়ে অনুতাপ ও দেব দেবীর পূজার পরিত্যাগ এবণ পরমেশ্বরের প্রতি ধন্যবাদ ইত্যাদি উপযুক্ত কোন ব্যবহার না করিয়া কেবল পুরস্কার স্বৰূপ যৎকিঞ্চি ধন সমুক্তি এবণ আহারাদি দানদ্বারা ঐ ভবিষ্যদ্বক্তাকে সন্তুষ্ট করিতে মযত্ব হইল। ঐ ঈশ্বরানুগৃহীত ভবিষ্যদ্বক্তা সেই নিষিদ্ধস্থানে জলপান ও আহারাদি করিতে পরমেশ্বর