পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

A b- R কর্তৃক নির্বারিত হইয়। ঐ রাজদত্ত উপঢৌকনাদি গ্রহণে অস্বীকারপূৰ্ব্বক স্বস্থানে প্রস্থান করিতে উদ্যোগী হইল। বৈথেলনগরনিবাসী এক জন ভবিষ্যদ্বক্তা তাহার পশ্চাদন্নামী হইয়া পথের মধ্যে তাহার সহিত সাক্ষাৎ করিল, এবণ সে ঐ নিষিদ্ধ স্থানে জলপান ও বিশ্রামার্থে তাহাকে প্রবৃত্তি দিলে পর, সে পুনরায় সেই নগরে প্রত্যা গমন করিল, এই প্রকারে সে ব্যক্তি পরমেশ্বরের আজ্ঞা লঞ্জন করাতে তাহার পুনরাগমন সময়ে এক প্রবল ভয়ানক সি^হ কেবল তাহাকে মাত্র আক্রমণ করিয়া নষ্ট করিল, কিন্তু তাহার মৃতদেহ থাইল না, ও তাহার বাহন গৰ্দ্দভকেও বিনষ্ট করিল না। এই দৈৰঘটনায় তাহার পাপের সমুচিত দণ্ড হইলে, তাহার ঐ মৃতশরীর বৈথল নগরে কবর দেওয়া গেল। পরে যারবিয়মের পুত্র অবিয়ের অতিশয় পীড়া হইল, তজ্জন্যে যারবিয়াম নিজ পত্নীকে পুত্রের বিষয়ে জিজ্ঞাসা করিতে অহিয় নামক ভবিষ্যদ্বক্তার নিকটে ছদ্মবেশ ধরিয়া যাইতে আজ্ঞা করিল। পরে সেই স্ত্রীর দ্বারে প্রবেশকরণ সময়ে তাহার পদের শব্দ শুনিয়া আহিয় তাহাকে কহিল, হে যারবিয়ামের ভাৰ্য্যে তুমি ভিতরে আইস ; তুমি কেন অন্য স্ত্ৰীবেশ ধরিয়া ছল করিতেছ? আমি ভারি সমাচার কহিতে তোমার কাছে প্রেরিত হইলাম, তুমি ঘাইয়া যারবিয়মকে কহ,ইম্রায়েলের প্রভু পরমেশ্বর এই কথা কহেন, আমি লোকদের মধ্যে তোমাকে উচ্চপদস্থ করিলাম, ও আমার ইস্রায়েল ব^শের উপরে তো মাকে রাজা করিলাম, আমি দায়ুদের বণশহইতে রাজ্য