পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> > २. দন পূৰ্ব্বক জয়ধ্বনি করিলে,ও যাজকগণ তুরী বাজাইলে, পরমেশ্বর স্বারবিয়াম ও ইসায়েন্ত্ৰলোকদিগকে পরাজিত করিয়া অবিয় নামক যিৰূদাদেশের রাজার হস্তে সমর্পণ করিলেন। ইস্রায়েল রাজ্যের তিনলক্ষ লোক বিনষ্ট হইলে, অবশিষ্ট লোক সকল পলায়ন করিল। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ৯৫৭। - এই প্রকারে যিৰূদী রাজ্যের লোক সকল পিতৃ পিতাহের সম্মত প্রভূ পরমেশ্বরের আশ্রয় লইয়া জয়ী হইল, কিন্তু যারবিয়াম অবিয় রাজার রাজত্বকালে তাহার রাজ্যের বিপক্ষে কিছু করিতে সমর্থ ছিল না। পরমেশ্বরের এতাদৃশ অনুগ্রহ থাকিলেও অবিয় তাহার প্রতি দৃঢ় বিশ্বাস পূৰ্ব্বক মনোনিবেশ না করাতে,কেবল তিন বৎসর রাজত্ব করিয়া পরলোকগত হইল, ইহাতে তাহার পুত্র আসা অপেন প্রভু পরমেশ্বরের সাক্ষাতে উত্তমৰূপে প্রকৃত কার্ষ্য সকল সমাধা করিল, কেননা অন্যজাতীয়দের মনোনীত দেবগণের যজ্ঞৰেদি ও উচ্চস্থান সকল ভগ্ন করিল, এব^ প্রতিমাদি সকল চূৰ্ণ করিল, ও চৈতাবৃক্ষ ছেদন করিল। এব^ সে আপন পিত্রাদি পূৰ্ব্বপুরুষের প্রভু পরমেশ্বরের অন্বেষণ করিতে এবণ তাহার ব্যবস্থা ও আজ্ঞা প্রতিপালন করিতে যিহুদীলোক সকলকে অনুমত্তি করিল। পশ্চাৎ কুশ দেশস্থ সেরুহ নামক রাজ অনেক সৈন্যসামন্ত সঙ্গে লইয়া যিহুদী লোকদিগকে আক্রমণ করিতে আইল। তাহাতে আসা তাহার য়ঙ্গে যুদ্ধ করিবার মানসে প্রস্থান করিয়া পরমেশ্বরের উদেশে প্রথম পূৰ্ব্বক