পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉。)● কহিল, হে পরমেশ্বর বলবান ও বলহীন এই উভয়ের সাহায্য করণ কিছু তোমার বিশেষ গুণ নহে। অতএব হে আমাদের প্রভূপরমেশ্বর আমাদের উপকার করণে, দয়া প্রকাশ কর, আমরা কেবল তোমাতেই নির্ভর করিয়। তোমার নাম স্মরণ পূৰ্ব্বক এই উপস্থিত জনতার প্রতিকূলে যাইতেছি, অতএব আমার প্রভূ পরমশ্বর যে তুমি তোমার বিপক্ষে যেন কেহ জয়ী না হয় । তাহাতে পরমেশ্বর আসা ও বিহুদাৰণশের সমুথে কুশদেশীয় লোকদিগকে প্রহার করিলে, তাহারা সকলে পলায়ন করিল, তাহাতে তাহারা পরমেশ্বরের ও র্তাহার সৈন্যগণের অগ্রে পরাভূত হইয়া বিমুখ হইল। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ৯৪২ বৎসর। - ঐ জয়িসৈন্যগণের ফিরুশালম নগরে প্রত্যাগমন কালে এক জন ভবিষ্যদ্বক্তা তাহাদের সহিত সাক্ষাৎ করণের অভিপ্রায়ে ঐ নগরের বাহিরে যাইয়া তাহাদিগকে কহিল, হে আসা এব^ হে মিহুদার ও বিনয়ামিনের বংশোদ্ভব সকল তোমরা আমার কথা শুন, তোমরা পরমেশ্বরের নিকটে থাকিলে, তিনিও তোমাদিগের নিকটবৰ্ত্তী থাকিবেন। আর যদি তোমরা তাহার অন্বেষণ কর, তবে তিনি তোমাদের উদেশ সফল করিবেন, কিন্তু যদি •র্তাহাকে পরিত্যাগ করুহ, তবে তিনিও তোমাদিগকে ত্যাগ করবেন। এখন তোমর সাহসী হও, তোমাদের হস্ত দুৰ্ব্বল না হউক, তাহাতে তোমাদের কার্য্য সকল সিদ্ধ হইবে । তদনন্তর আসা - এই সকল কথা শুনিয়া সাহস পূৰ্ব্বক যিহুদী ও