পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३ ०* দুব্য থাকিলেও, এলিয়ার কথাতে দৃঢ় বিশ্বাস করিয়া সে যাইয় তাহার স্বাক্যানুসারে করিল। অতএৰ এলিয়, ও সে স্ত্রী, ও তাহার পরিজন অনেক দিন পর্যন্ত আহার পাইল। কেননা পরমেশ্বর এলিয়ের প্রমুথাৎ যে কথা' কহিলেন, তদনুসারে পিপার ময়দা ক্ষয় পাইল না, ও তৈলের নূ্যনত হইল না। ইতি মধ্যে ঐ স্ত্রীর অদ্বিতীয় পুত্রের মৃত্যু হইলে, সে অতিশয় শোকাকুল হইয় এলিয়কে কহিল । হে ঈশ্বরের লোক তোমার সহিত আমার সম্বন্ধ কি? তুমি কি আমার অপরাধ মনে করাইতে ও অt. মার পুত্রকে বিননাশ করিতে আইলা ? তাহাতে এলিয় তাহাকে কহিল, তোমার পূত্রকে আমাকে দেও, পরে সে তাহার বক্ষঃ হইতে বালককে লইয়। ছাতের উপরিস্থ আপন বাস স্থানে আনিয়া আপন শয্যাতে শয়ন করাইল, এব? সে পরমেশ্বরের নিকটে প্রার্থনা করিয়া কহিল, হে আমার প্রভু পরমেশ্বর, আমি যে বিধবার সহিত বাস করি, তাহার পুত্রকে বিনষ্ট করিয়া তুমি কি তাহাকে ও বিপদ গ্রম্ভ করিব। পরে সে বালকের উপরে তিনবার অাপন শরীর বিস্তার করিয়া পরমেশ্বরের নিকটে প্রর্থনা করিয়া কহিল, হে আমার প্রভো পরমেশ্বর আমি বিনয় করি, এই বালকের অন্তরে পুনস্তার প্রাণ স"স্থান হউক। তাহাতে পরমেশ্বর এলিয়ের প্রাধুন শুনিলে ঐ বালকের অন্তরে পুনৰ্ব্বার প্রাণ স^স্থান হইল ,তাহাতে সে সজীব হইল। তখন এলিয় সেই বালককে লইয়। তৃাহার মাতার কাছে সমপর্ণ করিয়া কহিল, এই দেখ তোমার পুত্র সজীব হইল। তাহাতে