পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३ e३. সে স্ত্রী এলিয়কে কহিল ,তুমি ঈশ্বরের লোক, এব^ পরমেশ্বর তোমার প্রমুথাৎ যে কথা কহেন সেই সত্য, ইহাতে আমি তা জানিলাম। অনাবৃষ্টি প্রযুক্ত দুভিক্ষ সাড়ে তিন বৎসর হইলে পরে, পরমেশ্বরের এই বাক্য এলিয়ের নিকটে উপস্থিত হইল। তুমি যাইয়া আহাবের নিকটে দর্শন দেও, কেনন। আমি পৃথিবীতে বৃষ্টি করিব, তাহাতে এলিয় প্রস্থান করিল, তখন শমিরোণে অতিশয় দুভিক্ষ হওয়াতে, আহাব রাজা আপন বিশ্বস্তু দাস ওবদীয়কে জল ও তৃণ আদি অন্বেষণ করিতে প্রেরণ করিল, অপর ওবদিয় পথে উপস্থিত হইলে, এলিয়ের সহিত তাহার সাক্ষাৎ হইল, তাহাতে সে তাহাকে চিনিয়া ভূমিষ্ঠ হইয়া কহিল, তুমি কি আমার প্রভু এলিয়,তাহাতে সে কহিল, আমি বটি, তুমি যাইয় আপন প্রভুকে কহ, দেখ এলির উপস্থিত আছে। সে উত্তর করিল, আমি কি দোষ করিলাম, যে তুমি আপন দাস আমাকে বধ করণার্থে আহাবের হস্তে সমপর্ণ করিতেছ? আমার প্রভু রাজা তোমার অন্বেষণে সে স্থানে দূত প্রেরণ করে নাই এমত দেশ ও রাজ্য নাই, কিন্তু তুমি কহিতেছ দেখ এলিয় উপস্থিত আছে, তুমি যাইয় আপন প্রভুকে এই কথা কহ, তাহাতে আমি তোমার নিকট হইতে গেলে, পরমেশ্বরের আত্মা,আমার কোন অজ্ঞাত স্থানে তোমাকে লইয়ণ যাইবেন,এৰ^ আমি যাইয়া আহাৰকে কহিলে, সে তোমাকে না পাইয়। আমাকে বধ করিবে, কিন্তু তোমার দাস আমি বাল্যকালাবধি পরমেশ্বরকে ভয় করি। যে সময়ে ইষেবল পরমেশ্বরের তৰিষ্যদ্বক্তৃ