পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ই । তাহাদের জাতিও বিভিন্ন হইল,পরে প্রত্যেক জাতি পরমেশ্বরের আজ্ঞানুসারে পৃথিবীর মধ্যে ব্যাপ্ত হওনার্থে স্ব ২ নিৰুপিত দেশে গিয়া বসতি করিতে লাগিল । محلههجههہoeسه 奪 *१३ञ t অব্রাহমের বিবরণ। বাবিল নগরে পরমেশ্বর কর্তৃক লোকদের ভাষা ভিন্ন হইলে,প্রায় ৪৫০ বৎসর পরে,সাম ব^শজাত তেরানামক এক ব্যক্তি কসদীয়দের উরনামক নগরহইতে প্রস্থান করিয়া হারণ নগরে উত্তরিয়া সেই স্থানে বাস করিল। তদনন্তর পরমেশ্বর তেরার পুত্র অব্রামকে আজ্ঞা করিলেন, তুমি আপন দেশ ও জ্ঞাতি ও কুটুম্ব ও পৈতৃক বাট পরিত্যাগ করিয়া, আমি যে দেশ তোমাকে দেখাই, সেই দেশে চল, আমি তোমাহইতে এক মহাজাতি উৎপন্ন করিয়া তোমাকে আশীৰ্ব্বাদ করিব। তাহাতে তুমি বিখ্যাত ও মঙ্গলদাতা হইবা, তোমাহইতে পৃথিবীর তাবৎ বণশ আশীৰ্ব্বাদ প্রাপ্ত হইবে। তখন অব্রাম পরমেশ্বরের আজ্ঞানুসারে দারী নাম্নী ভাৰ্য্যাকে, ও তার ভুাতৃ পুত্র লোটকে সঙ্গে লইয়া, কৈনান দেশে যাত্রা করিল,সেই দেশে ভুমণ করিতে ২ পরমেশ্বর তাহাকে দর্শন’ দিয়া কহিলেন, আমি তোমার বণশকে এই দেশ দিব, তৎকালে কৈনান দেশে দুর্ভিক্ষ হওয়াতে অব্রাম মিসর দেশে গমন করিল, এবণ পাছে সেই দেশের লোক তাহার পত্নীর রূপ দেখিয়া তাহাতে আসক্ত হইয়া ইব্রামকে বধ করণ পূৰ্ব্বক আহার