পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*)〉 এক দীক্ষাক্ষেত্র ছিল, রাজা ঐ দ্রাক্ষাক্ষেত্র ক্রয় করিয়া আপনার বাগান করিতে ইচ্ছা করিল,কিন্তু আপনার অধিকৃত ভূমি বিক্রয় করিলে, পৈতৃক ধৰ্ম্ম লোপ করা হইবেক ইহ নাবোট নিশ্চয় বোধ করিয়া তাহ বিক্রয় করিতে স্বী-" কার করিল না। তজ্জন্য আহাব বালকের ন্যায় কাতরতাতে শয্যাগত হইয়া কোন আহারাদিতে সমর্থ ছিল না। তথন তাহার স্ত্রী ইযেবল রাজাকে এতাদৃশ দুঃখ সাগরে মগ্ন ও তাহার বিশেষ কারণ দেথিয়া অহঙ্কারপূৰ্ব্বক কহিল, তুমি এখন ইস্রায়েল দেশের রাজত্ব কর, উঠ ভোজন কর, তোমার মনঃস্থষ্ট হউক, আমি নাবোটের দ্রাক্ষাক্ষেত্র তোমাকে দিব। পরে সে দুষ্ট ও সরুল কুকৰ্ম্মনিপুণ স্ত্রী আহাবের নামে এমৎ এক আজ্ঞা পত্র লিথিয় যিন্ত্রিয়েল নগরে প্রধান লোকের নিকটে পাঠাইল;যে তোমরা নাবোটকে ধরিয়া মিথ্য সাক্ষ্যদ্বারা দোষারোপ করিয়া যাবজ্জীবন প্রস্তুরাঘাত কর, ইহাতে ঐ রাণীর অনুগামী ঐ লোকের ঐ আজ্ঞানুসারে কৰ্ম্ম করিল, তখন তাহাদের দ্বারা নাবোট রাজবিদ্রোহ বিষয়ে মিথ্যা সাক্ষ্যে দোষীকৃত হইয়া তদিনে সপরিবারে প্রস্তুরাঘাতে হত হইল । ইষেবল তাহ শুনিবামাত্রে, পরমাহলাদে রাজার নিকৃটে গিয়া কহিল, উট, সাবোট প্রচুর অর্থ পাইয় যে দীক্ষাক্ষেত্র দিতে অস্বীকৃত হইয়াছিল, তাহ এখন অধিকার কর,কেননা নাবোট এক্ষণে জীবৎ নাই মৃত আছে। আহাৰ এতাদৃশ সোপাধিক বিচারে যথার্থ গুনবোধ করিয়াও নিৰ্ভয়ে অগ্ৰে সেই বাগান অধিকার করিতে