পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১২ চলিল। পরে পরমেশ্বর এলিয়কে এই কথা কহিলেন, তুমি উঠিয়া ইসুয়েলের রাজা আহাবের সহিত সাক্ষাৎ করিতে যাও, দেখ সে নাবোটের দ্রাক্ষাক্ষেত্র অধিকার 'করিতে গিয়া সেই ক্ষেত্রে অাছে। ইহাতে এলিয় লে থানে গিয়া তাহার সহিত সাক্ষাৎ করিলে পর, আহাব তাহাকে কহিল, হে আমার শতু তুমি কি আমাকেপাইলা, তাহাতে সে কহিল হা পাইলাম, কেননা তুমি পরমেশ্বরের সাক্ষাতে পাপ করণার্থে আপনাকে বিক্রয় করিলা, অতএব তিনি কহেন, দেখ আমি তোমার প্রতি অমঙ্গল ঘটাইব, ও তোমার ভবিষ্যৎ ব^শকে উচ্ছিন্ন করিব। আমি তোমার বণশকে যারবিয়ামের ও বাশার বঁ৭শের ন্যায় করিব। এব^ কুক্কুরগণ যে স্থানে নাবোটের রক্ত চাটিয়া পান করিয়াছে,সেই স্থানে তোমার রক্তও তাহার। চাটিয়া পান করিবে, আর কুকুকুরের। যিপ্রিয়েলের প্রাচীরের কাছে, ইষেবলকে ভক্ষণ করিবে, তথন আহাৰ এই কথা শুনিয়া আপন বস্ত্র ছিড়িল,এবণ গাত্রে চট পরিধান ও উপবাস ও চটে শয়ন করিল, এব^ নমুতাচরণ করিল। অপর এলিয়ের কাছে পরমেশ্বরের এই কথা উপস্থিত হইল। আহাব আমার সাক্ষাতে আপনাকে নত করিতেছে, তুমি কি তাহ। দেখিতেছ। আমার সাক্ষাতে তাহার নমুর্ত প্রযুক্ত আমি তাহাঁর যাবজ্জীবন অমঙ্গল , ঘটাইব না, কিন্তু তাহার পুত্রের জীবন সময়ে তাহার বণ\শের প্রতি অমঙ্গল ঘটাইৰ ! . - , 4 যে,সময়ে আহাৰ ও তাহার দুষ্ট'ফ্ৰী ইষেকল এতা