পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১৪ তাহার প্রজা সকল প্রায় বিনষ্ট হইল। তৎপরে আহার আরামীয়দের সহিত যুদ্ধ করিতে উদ্যত হইয়। যিহসাফটকে প্রবোধ জনক বাক্যের পরামর্শ দিয়া সঙ্গী করিল। কিন্তু ঐ ধাৰ্ম্মিক রাজা ফিহসাফট পরমেশ্বরের অনুমতি না লইয়। এই প্রকার বৃহৎ কৰ্ম্ম করিতে কদাচ স্বীকৃত হইল না, একারণ সে আহাৰকে পরমেশ্বরের নিকটে জিজ্ঞাসা করিতে বিনতি করিল, তখন ইসায়েলের রাজা আহাব প্রায় ৪০০ জন আপন মতাবলম্বী ভবিষ্যদ্বক্তাদিগকে আহ্বান করির জিজ্ঞাসা করিল। গিলিয়াদ দেশস্থ রামত নগর আমাদের অধিকৃত কিন্তু এরামীয় লোক তাহ আক্রমণ করিয়াছে, আমি এখন রামত গিলিয়দে যুদ্ধ করিতে যাইব কি ক্ষান্ত হইব ? তখন তাহারা রশজাকে সন্তুষ্ট করিতে ইচ্ছক হইয়া কহিল, যাঁও পরমেশ্বর রাজার হস্তে তাহ সমপণ করিবেম। কিন্তু যিহসাফট তাহাতে সন্তুষ্ট না হইয়া জিজ্ঞাসা করিল, ইহাদের ভিন্ন আর যাহাঁকে জিজ্ঞাসা করা যায়, পরমেশ্বরের এতাদৃশ ভবিষ্যদ্বক্ত। কি আর কেহ নাই? তখন আহাব কহিল, আরও এক জন আছে, কিন্তু আমি তাহাকে ঘৃণা করি, কেননা সে আমার বিষয়ে কখন মঙ্গলের কথা কহে না | পরে মীথীয় নামক ভবিষ্যদ্বক্তা আহত হইয়। সাহস পূৰ্ব্বক কহিল, আমি ইসায়েলের সকল লোককে পালকহীন মেষের ন্যায় পৰ্ব্বতের উপরে ছিন্ন ভিন্ন দেখিলাম, এবং পরমেশ্বর কহিলেন, ইহাদের পালকৰূপ স্বামী নাই, প্রত্যেক জন আপন ২ "বাক্টতে কুশলে ফিরিয়া যাউক। “পরে ইস্লায়েলের