পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ ৩২ ৷ বস্তু একত্র করিতে তিন দিন লাগিল। চতুর্থ দিবসে তাহার একত্র হইয়া কৃতজ্ঞতাপূৰ্ব্বক পরমেশ্বরের ধন্যবাদ করিল, এৰ^ তাহার। তবলা ও বীণা এব৯ স্কুরী সঙ্গে লইয়। ফিরুশালমে পরমেশ্বরের মন্দিরে প্রবেশ করিল, কেননা পরমেশ্বর তাহাদিগকে শত্রুদিগের উপরে জয়ী করলেন, অপর পরমেশ্বর ইস্রায়েল বলশের শতুদের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছেন, এই কথা অন্য দেশের তাবৎ লোক শুনিল, ইহাতে তাহার তদবধি পরমেশ্বর হইতে ভয়ের আশঙ্কা করিতে লাগিল। : এইৰূপে পরমেশ্বর যিহশাফটের সম্বন্ধে কৃপা করিয়া শান্তি দিলে পর, তাহার রাজ্য সুস্থির হইল। গরমেশুরের এতাদৃশ অতিরিক্ত দয়া ও প্রচুরু পরাক্রম প্রকাশ পাইলে, সে আপন রাজত্বের ২৫ বৎসর সময়ে পরলোকে গমন করিল, এব^ তাহার পুত্ৰ যিহোরাম তাহার পরিবত্তে রাজ সিংহাসনে অভিষিক্ত হইল। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ৮৮৯ বৎসর। # - கறி0இக দশম ৷. যোরাম অহিয় অথলিয়া,যোয়াশ, অমৎসীয় উমিয়,এব^ ষোথমাইহাদিগের দ্বারা যিহুদাদেশের রাজত্ব করণ বিষয়। যিহোরাম, যিহ, যিহোয়াহস,ৰ্যোয়াশ । এবং দ্বিতীয় যারৰিয়াম ইত্যাদি ইয়ায়েল দেশের রাজগণের বৃত্তান্ত । ఫ్రో জন্মের পূৰ্ব্বে ৮৮৯ অবধি ৭৪ বৎসর পর্যন্ত । ঘোরাম স্বপিতার মরণানন্তর তৎসি^হাসন পাইয়।