পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి లి ইয়ায়েলের রাজগণের কুপথাবলম্বী হইল, কারণ সে আপনার সোদর ভাতৃগণকে কারাগারে বিনষ্ট করিয়া আহাবের কন্যাকে বিবাহ করিয়া পরমেশ্বরের সাক্ষাতে পাপ করিল; কিন্তু পরমেশ্বর দায়ুদের প্রতি এই প্রতিজ্ঞ করিয়াছিলেন, আমি তোমাকে ও তোমার বণশকে নিত্য এক প্রদীপ দিব, এই নিয়ম প্রযুক্ত তাহার বণশকে তিনি বিনষ্ট করিতে চাহিলেন না, পরে যিহোরামের অধিকার কালে,ইদোমীয়ের যিহুদার কর্তৃত্বের অধীনতা ত্যাগ করিয়া আপনাদের উপরে এক জনকে কর্তৃত্ব পদে, অভিন্নিক্ত করিল,এই প্রকারে এযৌর প্রতি ইসহাক কর্তৃক পূৰ্ব্বোক্ত বাক্য সফল হইল, পরে ইলিয় ভবিষ্যদ্বক্তার নিকটহইতে যিহোরামের নিকটে কোন বাক্য সম্বলিত এক পত্র আইল,তাহার মৰ্ম্ম এই,তোমার পিতৃদায়ুদের প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, তুমি আপন পিতা যিহশাফটের পথে, ও যিহুদার ও আসা রাজার পথে গমন করিলা না, কিন্তু ইয়ায়েলের রাজগণের সম্মত পুথে গমন করিলা, অতএব দেখ, পরমেশ্বর তোমার লোকদিগকে, ও বালকগণকে, এব^ তোমার ভাৰ্য্যাবগকে, এবণ সমস্ত সমুত্তি প্রভূতি, মহামারী প্রভৃতি উপপ্লবদ্বার নিঃশেষে বিনষ্ট করিবেন, এব^ তুমি উদরাময়েতে নিতান্ত পীড়িত হইব। পরে পরমেশ্বর নিকটস্থ জাতিদিগকে মনে প্রবৃত্তি দিলে, তাহার। যিহুদা দেশে আসিয়। রাজবাটীতে প্রৰিষ্ট হইয়। রাজার পুত্র ও ভাৰ্য্যাগণ এবণ প্রচুর ধন সম্নত্ত্যাদি সমুদায় লুঠ করিয়া গেল । কেবল অহিয় নামক তাহার কনিষ্ঠ পুত্র মাত্র রহিল। V 3