পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ཅི། ༤༠ e পরে পরমেশ্বর তাহাকে অন্তরস্থ এক সাংঘাতিক রোগগ্রস্ত করিলে, সে দুই বৎসর ক্রমাগত যন্ত্রণ পাইয়া অবশেষে প্রাণত্যাগ করিল। কিন্তু তাছার জন্যে কেহ শোক ও বিলাপ কিছু মাত্র করিল না। পরে তাহার পুত্র আসা রাজ্য করিতে লাগিল। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ৮৮৪ বৎসর। তদনন্তর অহিয়ও তদ্রপাচরণ করিয়া আহাবের পথে গমন করিল। কেননা তাহার মাতা অথলিয়া অাহাব ও ইষেবলের কন্যা ছিল। সুতরা^ তাহাদের কুমন্ত্রণানুসারেই কৰ্ম্ম করিতে লাগিল। পরে অহিয় আপন মাতুল ইসুয়েল দেশের রাজা যিহোরামের সহিত সাক্ষাৎ করিতে যিষুিয়েল নগরে গেল । সে সময়ে সূরীয়দেশের রাজা বিনহদদ অতিশয় નોড়িত হইয়া নিজ সৈন্যাধ্যক্ষ হোসায়েলকে কহিল,তুমি ইলীশায়ের নিকটে গিয়া জান, আমি এই রোগহইতে মুক্ত হইতে পারিব কিনা? ইহাতে হোসায়েল সেই রূপ করিল,ইলশায় তাহাকে কহিল, তুমি যাইয়া বিনহদদকে বল, তুমি এই রোগহইতে মুক্ত হইতে পার,কিন্তু তথাপি পরমেশ্বর আমাকে জানাইলেন, সে অবশ্য মরিবে। তখন ঈশ্বরের লোক ইলশায় ক্ৰন্দন করিতে লাগিল,তাহাতে হোসায়েল জিজ্ঞাসা করিল, আমার প্ৰভু কেন ক্ৰন্দন করেন, সে উত্তর করিল,তুমি ইসুয়েল ব^শের প্রতি কিৰূপ মন্দ ও অসদাচরণ করিবণ, তাহ আমি জানি,তাহাধ্ৰুত হোসায়েল কহিল, তোমার দাস কি কুকুর যে এম২ দারুণ কৰ্ম্ম করবে, ইলিশায় কহিল,তুমি আরামের রাজা