পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৫ হইবা, ইহা পরমেশ্বর আমাকে জানাইলেন, পরে হোসায়েল ইলীশায়ের নিকট হইতে প্রস্থান করিয়া আপনার প্রভুর কাছে গেল, এবণ তাহাকে প্রাণে বিনষ্ট করিয়া তৎসিংহাসন অধিকার করিল। ইহাতে আমরা বোধ করি, য়ে মনুষ্য মাত্রের প্লায় অন্তঃকরণ অতিচঞ্চল ও তাহা দের ইন্দ্রিয় সকল বশীভূত নহে, কারণ উহার। আপন ২ বিষয় পাইলেই, সৰ্ব্বদা ভোগ করিতে বাসন করে। তৎপরে ইলাশয় ভবিষ্যদ্বক্তৃগণের মধ্যে এক যুব ব্যক্তিকে প্রেরণ করিয়া বলিল,তুমি যাইয়া ইসুয়েলের রাজা যিহোরামের সেনাপতি যিহকে রাজ্যে অভিষিক্ত করিয়া বল, পরমেশ্বর এই কথা বলেন, আমি তোমাকে ইস্ট্রায়েলের উপরে রাজত্ব করিতে নিযুক্ত করিলাম, অতএব ইষেবলের হস্তদ্বারা আমার দাস ভবিষ্যদ্বক্তৃগণের রক্তপাতের ওপরমেশ্বরের সকল দাসের শোণিতপাতের প্রতিফল দিবার জন্যে তুমি আপন প্ৰভু আহাবের বংশকে উচ্ছিন্ন কৰিব, কেননা আহাবের সমুদায় ব"শু বিনষ্ট হইবে, এবৃ৭ তাহার বণশ সকল আমি যারবিয়ামের ও বাসার ব^শের ন্যায় করিব"। তাহাতে কুকুরগণ যিফুিয়েলের ভূমিতে ইযেবলকে খাইবে, ও কেহ তাহাকে কবর দিবে না, পরে যিহু যিহোরাম রাজার বিরুদ্ধে কুমন্ত্রণ করিয়া মিল্লুিয়েল নগরে গমন করিল। পরে ইসাঁয়েলের রাজা যিহোরাম ও যিহুদার রাজা আহিয যিহুর সৈন্যসামন্ত, আসিতে দেখিলে পর, বাহিরে আসিয়া নাৰটের দ্রাক্ষাক্ষেত্রে তাহার সহিত সাক্ষাৎ করিল। তদনন্তর যিহু ধনুঃ আকর্ষণ করিয়া যিহরামের হৃদয় বাণাঘাতে বিদীর্ণ