পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ শু করিল। তাহাতে সে আপন রথে নত ੇ। পড়িল, তখন বিহু আপন সেনাপতিকে কহিল, তুমি ইহাকে তুলিয়া লইয়ানাবোটের ক্ষেত্রেতে ফেল, কেননা যখন তুমি এবণ আমি এই উভয়ে আশ্বারূঢ় হইয় তাহার পিতা আহাবের পশ্চাৎ গেলাম, তখন পরমেশ্বর তাহাকে যে শাপ দিলেন, তাহ মনে কর, পরমেশ্বর কহেন, আমি কল্য অবশ্য নাবোটের ও তৎপুত্ৰগণের রক্ত দর্শন করিয়া দুক্ষক্ষেত্রের একাণশে তোমাকে ইহার প্রতিফল দিব । অতএব এখন পরমেশ্বরের বাক্যানুসারে তাহাকে লইয়া ঐ ক্ষেত্রাণশে ফেল। তখন যিহুদার রাজা তাহা দেখিয়া পলায়ন করিল, তাহাতে যিহু তাহার পশ্চাৎ ধাবমান হইয় তাহাকে অনেক আঘাত করিলে, সে প্রদত্যাগ করিল। পরে তাহার দাসবর্গ বিরুশালম নগরে তাহাকে লইয়া গিয়া কবর দিল। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ৮৮৪ বৎসর। অপর বিহু বিসুিয়েলে উপস্থিত হইলে, ইযেবল আপন চক্ষুতে রঙ্গ দিয়া ও কেশ বেশ বিন্যাস করিয়া যিহুর নগর প্রবেশ কালে বাতায়ন দিয়া অবলোকন করিয়া কহিল, আপন প্রভুকে বধ করিয়াছিল যে সিমি তাহার কি মঙ্গল হইল। ইহাতে যিহু তাহার দাসকে বাতায়ন ইইতে উহাকে ফেলিয়া দিতে আজ্ঞ করিল, তাহাতে তাহার। উহাকে নীচে নিক্ষেপ করিলে, ভিত্তিতে লাগিয়া অশ্বদের গাত্রে তাহার রক্তের ছিটা লাগিল। এবণ সে অশ্বের পদতলে দলিত হইল। পরে যিহু ও অট্টালিকার মধ্যে প্রবেশ করিয়া কহিল, তোমরা যাই