পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৭ য়। ঐ শাপগ্ৰস্তান্ত্রীকে কবর দেও, কেননা সে রাজকন্য, ইহাতে লোকেরা তাহাকে কবর দিতে গেল; কিন্তু তাহার মন্তকের গুলি ও পদ, ও হস্তুতল ব্যতিরেকে আর ' কিছু পাইল না। তাহাতে যিহকেহিল, পরমেশ্বর আপন দাস এলিয়ের প্রমুথাৎ এই কথা কহিলেন, কুকুরগণ যিসুিয়েলের ক্ষেত্রা৯শে ইষেবলের মা^স খাইবে, সে কথা এখন সফল হইল। যিন্ত্রিয়েলের নগরেতে আহাবের ৭০ জন পুত্র ছিল, তজ্জন্য যিহু সেই নগরের প্রধান লোকের নিকটে পত্র পাঠাইয়া সে বালকগণকে নষ্ট করিতে আজ্ঞা করিল। এই সকল দুরাত্মা লোক য়াহার পূৰ্ব্বে নিদোষি নাৰোটকে বিনষ্ট করিয়াছিল, তাহারাই এক্ষণে ঐ সকল শর,ণাগত রাজকুমারগণকে বিনষ্ট করিতে উদ্যত্ব হইয়। তাহাদিগের মন্তক ছেদন করিয়া চুপড়ি পূরিয়া যিহর নিকটে পাঠাইয়া দিল। যিহুও তাহ পাইয়া প্রজাগণকে দেখাইয়া কহিল, পরমেশ্বর আহাবের পরিবার বিষয়ে যে ই কথা কহিয়াছেন, তাহার কোন কথা বিফল হইবে না, ইহা জ্ঞাত হও, কেননা পরমেশ্বর আপন দাস এলি" য়ের প্রমুখাৎ যাহা ২ কহিয়াছেন, তাহ সিদ্ধও করলেন। এই প্রকারে যিহু আহাবের পরিবার ও অধ্যক্ষগণ ও জ্ঞাতি কুটুম্ব এব^.যাজকগণ সকলকে এককালে বিনষ্ট করিয়াছিল, কাহাকেও অবশিষ্ট রাখে নাই। যিহু এইরূপে আহাবের সমুদয় ব^শ নষ্ট করিলে পরে, তদ্রুপ বালদেবতার আরাধনা উচ্ছিন্ন করিতে মনস্থ করিল, সে কোন পৰ্ব্বাহে উৎসবের ছলে সকল দেব