পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३. * $ পূজকগণকে আহ্বান করিয়া সৈন্য দ্বারা তাহাদিগকে আক্রমণ পূৰ্ব্বক বিনষ্ট করিল, পরে সে দেব প্রতিমা সকল ভাঙ্গিয় বালদেবের মন্দির উচ্ছিন্ন করিল। এই রূপে ঈশ্বরের কথানুসারে দুষ্ট লোককে উত্তমরূপে শাস্তি দিলে, পরমেশ্বর প্রতিজ্ঞা করিলেন, যে তাহার পুত্রাদি অধস্তন চারি পুরুষ ইসুয়েল দেশে রাজত্ব করিবে । ২৮ বৎসর রাজত্ব করিয়া যিহু মরিলে, তাহার পুত্ৰ যিহোয়াহস তাহার রাজ সিংহাসন প্রাপ্ত হইল। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ৮৫৬ বৎসর। যিছোয়াহস রাজা তাহার পূল্বাধিকারিগণের মত দেব পূজা করিতে লাগিল, তজ্জন্য পরমেশ্বর অমরীয় রাজা হোসায়েল দ্বারা ইস্লায়েল বণশকে শান্তি দিলেন। পরে সে, দুরাত্মা রাজা ইসুয়েল দেশ আক্রমণ করিতে আসিয়া তাহাকে এমৎ উচ্ছিন্ন করিল, যে যারবিয়ামের লক্ষ ২ পশ্চাদন্নামি সঙ্গি লোকের মধ্যহইতে কেবল দশ হাজার পদাতিক ও পঞ্চাশও অশ্বারূঢ় সৈন্য অবশিষ্ট থাফিল। ইহাতে ইলিশায়ের পূৰ্ব্বোক্ত ভবিষ্যদ্বাণী সফল। হইল। তাহার মরণান্তর তৎপুত্র বোয়াশ তৎসি^হাসন পাইল। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ৮৩৯ বৎসর। যোয়াশের পিতা, মরণের পূৰ্ব্বে পরমেশ্বরের নিকটে প্রার্থনা করিলে, পরমেশ্বর অনুগ্রহপূর্বক তাহার পুত্ৰ দ্বারা ইসুয়েল বণশকে অমরীয়দের হস্হইতে উদ্ধার করিলেন । পরে ইলিশায় "ভবিষ্যদ্বক্ত৷ অত্যন্ত পীড়িত হইলে, মোয়াশ রাজ তাহার নিকটে যাইয় তাহার মুথের উপরে ক্ৰন্দন করিয়া কহিল, হে আমার পিতঃখ,