পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, »¥• করিব না। তখন পরমেশ্বর অব্রাহমের সহিত এইৰূপ স্কথোপকথন শেষ করিয়া প্রস্থান করিলেন, এবং অব্রাহমও স্বস্থানে প্রস্থান করিল। অপর সন্ধ্যাকালে দুই স্বৰ্গীয় দূত সিদম নগরে উপস্থিত হইলে, নগরদ্বারে উপবিষ্ট লোট তাহাদিগকে দেখিয় ভূমিষ্ঠ হইয় প্রণাম করিয়া কহিল, হে আমার প্রভূগণ আমি বিনয় করি, অদ্য রাত্রিতে আমার গৃহে আসিয়া বাস করুন; সে দূতগণ প্রথমে তাহার সহিত যাইতে সম্মত হইল না, কিন্তু অবশেষে তাহার আহ্বান গ্রাহ করিলে,লেটি তাহাদিগকে নিজ বাটীতে আনিয়া অতিথি সেবা করিল; কিন্তু তাহাদের শয়নের পূৰ্ব্বে, সিদম নগরীয় দুরাচার লোক লোটের গৃহ বেষ্টন কবিয়া কহিল, যে কএক জন অতিথি তোমার গৃহে আসিয়াছে তাহাদিগকে আমাদিগের হস্তে সমপৰ্ণ । কর। তখন লোট বাহিরে আসিয়া অতি বিনয়পূৰ্ব্বক তাহাদিগকে এমন কুব্যবহার হইতে ক্ষান্ত হইতে বলিলেন, কিন্তু তাহারণ ঐ কথা না শুনিয় তাহাকে দণ্ড প্রদানার্থে ভয় দেখাইয়া, তাহার গৃহদ্বার ভাঙ্গিতে উদ্যত হইল, তখন সে দুই দৃত হস্তদ্বারা আপনাদের নিকটে গৃহেতে লোটকে টানিয়া লইয়া দ্বার রুদ্ধ করিলেন, এব^ দ্বারের নিকটস্থ লোককে অন্ধ করিলেন। তাহাতে তাহার দ্বার খুঁজিতে ২ পরিশ্রান্ত হইল, পরে দূতগণ লোটকে কহিল সিদমকে ও তৎস্থ দুরাচারিগণকে উচ্ছিন্ন করিতে উদ্যত আছি, অতএই সপরিবার ও বন্ধুবান্ধৰ একত্র করিয়া এস্থানহইতে শীঘ্ৰ পলায়ন কর; নতুরা' এই দুষ্ট, নগরের দণ্ডেতে তোমরা বিনষ্ট হইব।