পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ১৯ তখন লোট বাহিরে গিয় তাহার জামাতাদিগকে এই কথা জানাইল, কিন্তু জামাতা সকল উপহাসকারির ন্যায়, তাহাকে বোধ করিল। অপর প্রভাত হইলে, দূতগণ লোটকে সত্বর হইয়া কহিলেন, উঠ আপনার স্ত্রী ও দুই কন্যাকে লইয়া যাও, নতুবা নগরের দণ্ডেতে বিনষ্ট হইবা, তথাপি সে বিলম্ব করিলে, পরমেশ্বরের অনুগ্রহ প্রযুক্ত তাহারণ তাহার স্ত্রী ও দুই কন্যার হস্ত ধরিয়া নগরের বাহিরে লইয়া গিয়া কহিলেন, প্রাণ রক্ষার্থে পলায়ন কর,'পশ্চাৎদিকে দৃষ্টি করিও না, এবং এই সকল প্রান্তরের মধ্যেও থাকিও না, পৰ্ব্বতে পলায়ন কর, নতুী বিনষ্ট হইব। লোট রক্ষা পাইবামাত্রে পরমেশ্বর সিদমের ও অমোরার উপরে সগন্ধক অগ্নিবৃষ্টি করিয়া, সেই সমুদায় নগর ও প্রান্তর ও তন্নিবাস লোক ও সেই ভূমিতে জাত তাবৎ বস্তুকে বিনষ্ট করিলেন। এই সময়ে লোটের স্ত্রী দূতের বাক্য অমান্য পূৰ্ব্বক পশ্চাৎদিগকে দৃষ্টি করাতে সে লবণ স্তম্ভ হইল। -...-* সপ্তম । ইসহাকের জন্ম ও অব্ৰাহম দ্বারা বলিদান উৎসর্গ করণ এব^ ইসহাকের বিবাহের বিবরণ। যীশু খ্রীষ্টের জন্ম ১৮৯১ বৎসরের পূর্বে। পরমেশ্বরের প্রতিজ্ঞানুসারে সারা এক পুত্র প্রসব ত্বকছেদ করিয়া ইসহাক নাম রাগিল। যে দিনে বালক, স্তনপান ত্যাগ করিল, সেই দিনেই অব্ৰাহম মহাভোজ