পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ e প্রস্তুত করিল, তাহাতে হাগরের পুত্র ইসমায়েল সারা ইব্রাহীমকে কহিল, তুমি এই দাসীকে ও ইহার পুত্রকে দূর করিয়া দেও, এ দাসীর পুত্র আমার পুত্ৰ ইস্হাকের সহিত উত্তরাধিকারী হইবে না। কিন্তু অব্ৰাহম এই কথাতে অতি দুঃথিত হইলে, ঈশ্বর তাহাকে কহিলেন সারা যাহা তোমাকে কহিতেছে তাহার সে বাক্যেতে মনোযোগ কর, কেননা ইসহাকুইতে তোমার বংশ বিখ্যাত হইবে, এবণ এই দাসী পুত্র তোমার বণশ, এই জন্যে তাহণহইতেও এক জাতি উৎপন্ন করিব। অতএব অব্ৰাহম রুট ও জল পূর্ণ কৃপা লইয়া হাগরির স্কন্ধে রাথিয় ও বালক দিয়া তাহাকে বিদায় করিল। তাহণতে সে প্রস্থান করিয়া পথে ভুমণ করিতে লাগিল, পরে কৃপাস্থ জল শেষ হইলে, তাহার অতিশয় দুঃখ উপস্থিত হইল। তাহাতে হাগর ঐ বালকের প্রাণ রক্ষার্থে কোন উপায় না দেখিয়া এক ঝোপের নীচে তাহণকে রাথিয়া তাহার সমুথহইতে দূরে গিয়া রোদন করিতে বসিল। কিন্তু দেখ মনুষ্যের সঙ্কটকালে ঈশ্বরের কৃপার সময় উপস্থিত হয়, এবণ মনুষ্যের উপকার বৃথা হইলে, পরমেশ্বর উপকার করেন। তখন ঈশ্বরের দূত হাগরকে ডাকিয় কহিল, ভয় করিও না, তুমি উঠিয়া বালককে রক্ষা কর, কেননা তাহাহইতে এক মহাজাতি উৎপন্ন হইবে, এব^ সে সময় তাহাকে সজল একটী কুপ দেখাইলেন ; •এইরূপে রক্ষা ও পরমেশ্বরের নিকটে আশ্রয় পাইয়। তাহারা প্রান্তরে বাস করিল। অপর ইসমায়েল ক্রমে ২