পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३. > বড় হইয়া ধনুর্ধর হইল। তৎপরে ইসহাক বড় হইলে পরমেশ্বর পরীক্ষার্থে ইব্রাহীমকে কহিলেন, তুমি আপন পুত্রকে অর্থাৎ যে অদ্বিতীয় পুত্র ইসহাককে তুমি ভাল' বাসিতেছ তাহাকে লইয়। মোরিয়া দেশে যাও, এব^ আমি তথাকার যে পদ্ধত বলিব, সেই পৰ্ব্বতের উপরে তাহাকে বলিদান করিয়া হোম কর। অব্ৰাহম পরমেশ্বরের বুদ্ধিও যথার্থ দয়। ও পরাক্রমেতে বিশ্বাস করিয়া র্তাহার আজ্ঞানুসারে কৰ্ম্ম করিতে অনিচ্ছুক ছিল না, অতএব প্রত্যুষে উঠিয় তাহার পুত্র ইসহাককে ও মজ্ঞ কাষ্ঠ লইয়া পরমেশ্বর কর্তৃক নির্দিষ্ট স্থানে যাত্রা করিল। পরে তৃতীয় দিবসে অব্ৰাহম চক্ষু তুলিয়া অতি দূরহইতে সে স্থান দেখিল, তখন সে যজ্ঞ কাষ্ঠ লইয়া আপন পুল্ল ইসহাকের স্কন্ধে দিয়া হন্তে অগ্নি ও খড়গ লইলেন। পরে উভয়ে একত্র চলিয়া গেলেন, অপর ইসহাক অাপন পিতা অব্রাহমকে ডাকিয় কহিল, হে পিতঃ, তাহাতে সে উত্তর করিল হে আমার পুত্র আমি উপস্থিত আছি, তখন সে জিজ্ঞাসিল অগ্নি ও কাষ্ঠ দেখ, কিন্তু হোমের মেষ শাৰক কোথায় ? তাহাতে ইব্রাহীম কহিল হে আমার পুত্র ঈশ্বর আপনি হোমার্থে মেষ শাবক মোগাইবেন। অপর ঈশ্বরের নিদিষ্ট স্থানে উপস্থিত হইলে, অব্ৰাহম সেখানে এক যজ্ঞ বেদি করিয়৷ তদুপরে কাষ্ঠ সাজাইয়। ইসহাক পুত্রকে বান্ধিয় বেদির কাম্বোপরি রাথিল। পরে অব্ৰাহম হস্ত বিস্তার করিয়াপুত্রকে বধ করণার্থে খড়গ গ্রহণ করিল, এমন সময়ে আকাশহইতে পরমেশ্বরের দূত হে অব্রাহমং বলি ডাকিলে, মে