পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

象 ३. २. কহিল আমি উপস্থিত আছি, তাহাতে তিনি কহিলেন ‘তুমি ঐ বালকের প্রতিকূলে হস্ত তুলিয় তাহার প্রতি কিছুই করিও না, কেননা ঈশ্বরের প্রতি তোমার ভয় আছে ইহা এখন বুঝিলাম, যেহেতুক তুমি আমাকে আপনার একমাত্র পুত্রকে দিতেও অসম্মত হইল না। তখন অব্ৰাহম চক্ষু তুলিয়। চাহিলে, আপন পশ্চাৎ দিকে ঝোপের লতাতে বদ্ধশৃঙ্গ এক মেষ দেখিল, তাহাতে অব্ৰাহম গিয়া সেই মেষকে লইয়া আপন পূত্রের পরিবৰ্ত্তে হোমার্থে তাহাকে উৎসর্গ করিল। অপর পরমেশ্বরের দূত আকাশহইতে অব্রাহমকে ডাকিয়া কহিলেন। পরমেশ্বর কহিতেছেন তুমি আমাকে আপনার এক মাত্র পুত্রকে দিতে অসম্মত হইল না, তোমার এই কাৰ্য্য প্রযুক্ত আমি আপন নামে দিব্য করিয়া কহিতেছি, তোমাকে আশীৰ্ব্বাদ করিয়া আকাশস্থ নক্ষত্রগণের ও সমুদ্রের বালুকার ন্যায় তোমার বংশ অতিশয় বৃদ্ধি করিব, তাহারা শত্ৰুগণের নগর অধিকার করিবে। এব৯ পৃথিবীস্থ তাবৎ জাতি তোমার বংশদ্বারা আশীৰ্ব্বাদ পাইবে, কেননা তুমি আমার আজ্ঞা পালন করিয়াছ। তদনন্তর অব্ৰাহম ও ইসহাক গৃহে ফিরিয়া আইলে, সারা মরিল, অব্ৰাহম তাহার স্ত্রীর নিমিত্তে বিলাপ করিতে ২ মকপেল স্থানস্থিত গুহা কিনিয়া, তাহাতে আপনার ডার্যাকে কবর দিল। এই প্রকারে সে কবর ঈশ্বরদ্বার ‘অঙ্গীকৃত কৈনান দেশের মধ্যে প্রথম সত্বাধি.কার স্থির হইল। অৰ্বাহম বহুস^থ্য বয়স প্রযুক্ত তাহার 'পুত্র ইস্হাকের উত্তম বিবাহের বিষয়ে অতি চেষ্ট