পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిళి কৰ্ম্ম করুন, যে সপ্ত বৎসর সুভিক্ষ হইবে সেই উত্তম বৎসরের শস্যাদি সমগ্রহ করিয়া রক্ষা করুন, এইরূপে ভাবি"দুর্ভিক্ষের সপ্তবৎসরে ভক্ষ্যদ্রব্য সঞ্চিত থাকিলে দুর্ভিক্ষেতে দেশের লোক নষ্ট হইবে না। তাহাতে ফিরেীণ সন্তুষ্ট হইয় আপন মন্ত্রিদিগকে কহিল, ইহার তুল্য পুরুষ স্বাহাতে ঈশ্বরের দত্ত বুদ্ধি আছে এমত আর কাহাকে পাইব । তথন ফিরেীণ যুষফকে কহিল, ঈশ্বর তোমাকে এই সকল জ্ঞাত করিয়াছেন, অতএব তোমার তুল্য বিবেচক ও জ্ঞানী আর কে আছে,আমি তোমাকে আপন গ্রহের অধ্যক্ষ কৰ্ম্মে নিযুক্ত করিলাম,আমার সকল লোকতোমার কথার বশীভূত থাকিবে। তথন যুষফ ফিরেীণের নিকটহষ্টতে প্রস্থান করিয়া মিসর দেশের সর্বত্র ভুমণ করিল। পরে সেই সুভিক্ষের সপ্ত বৎসর পৃথিবীতে প্রচুর রূপে শস্য জন্মিল সে সপ্তবৎসরে মিসর দেশে জাত সকল শস্য সমুদ্রের বালুকার ন্যায় সমগ্ৰহ করিয়া প্রতি নগরে সঞ্চয় করিয়া রাথিল। এবণ যুফের বাক্যানুসারে দুর্ভিক্ষের সপ্ত বৎসর আরম্ভ হইল, তাহাতে অন্য সমস্ত দেশে দুর্ভিক্ষ হইল। পরে সমস্ত মিসর দেশে দুর্ভিক্ষ ঘটিলে, প্রজাবৰ্গ ফিরেীণের নিকটে ভক্ষ্যের জন্যে প্রার্থন করিল, তাহাতে সকল মিসরীয়দিগকে কহিল, তোমরা যুষফের নিকটে যাও, সে যাহ কহে তাহাই কর, এবণ দেশের তাবৎ স্থানে অতি প্রবল দুভিক্ষ হইলে, মূষফ । সকল স্থারের গোল খুলিয়। মিসরীয়দিগকে শস্য বিক্রয় করিতে লাগিল। এবং নানা দেশীয় লোকের মিসর দেশে ঘূষফের নিকটে শস্য ক্রয় করিতে আইল । অপর