পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● ፃ মিসর দেশে শস্য জাছে,এই কথা শুনিয়া যাকুৰ আপলু দশ জন পুত্রকে শস্য ক্রয় করিতে প্রেরণ করিল। কিন্তু, যাকুব মুষফের সহোদর বিনয়ামনকে ড্রাতৃগণের সঙ্গে পাঠাইল না,কেননামে কহিল,পাছে ইহার কোন বিপদ ঘটে। তদনন্তর যুষফ আপনার ভুাতৃদিগুকে দেখিয়, করিয়া নিষ্ঠুর কথাতে সে কহিল, তোর চোর,কিন্তু তাহারা কহিল তাহ নয়, আপনকার এই দাসের কৈনান দেশহইতে শস্ট কিনিতে আসিয়াছে। তাহাতে যুফ উত্তর করিল, তোদের এক জনকে পাঠাইয় আপন ভুতি বিনয়ামীনকে অান, নচেৎ তোমাদিগকে তাহার আগমন পর্য্যন্ত বদ্ধ থাকিতে হইবে। পরে তোদের কথা সত্য বটে কি না তাহ পরীক্ষা করিলেই, জানা যাইবে। তদনন্তর যুষফের ভুাতৃগণ অতিশয় মনোদুঃখী হইয়া ও বিবেচনা করিয়া কহিল, যে নিষ্ঠুরাচরণ আমরা যুদ্ধক্ষের প্রতি করিলাম, তাহার এই প্রতিফল ঈশ্বর দিলেন, আরো পরল্পর কহিল, আমরা আপনার ড্রাতার বিষয়ে নিশ্চয় অপরাধী আছি, কেননা আমাদের কাছে সে কাকুক্তি করিলে, আমরা তাহার-মনের ব্যাকুলত দেখিয়াও তাহার কথা শুনিলাম না; এই নিমিত্তে জামাদের এই ৰিপুদ ঘটিল। তখন রূবেণ তাহাদিগকে কহিল, তোমরা ঐ যুবার পক্ষে পাপ করিও না, এই কথা আমি কি তোমাদিগকে কহি নাই,তথাপি তোম র তাহ মানিল না,কিন্তু এখন তাহার রক্তের পরিশোধ । লওয়vয়াইতেছে। কিন্তু যুষক যে তাহাদের কথোপ