পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 с করিল। ইয়ায়েল লোকদের বণশবৃদ্ধি ও বিক্রমের উন্নতি দৈখিয়া, রাজা ঈর্ষ্য ভাবে তাহাদের প্রতি কুব্যবহার করত, তাহাদের উপরে গুরুতর ভার স্থাপন করিয়া, তাহাদের নবকুমার জন্মিবামাত্রে সAহার করিতে আজ্ঞা করিল। তৎকালে লেবাবণশে মূসা জন্মিল ; ও তাহার মাত সে বালককে এক পেটরার মধ্যে রাথিয়া নীল নদীর তীরস্থ নলবনে ফেলিয়। দিল। কিঞ্চিৎকাল পরে দৈব ঘটনে ফিরেীণ রাজার কুমারী সেস্থানে আসিয়া ঐ পেটর গুলিয়। সেই সুন্দর বালককে দেখা পাইল। এবং সেই বালক রোদন করিলে, রাজকুমারী দয়াম্বিত৷ হইয় তাহাকে রক্ষা করিতে মনস্থ করিল, তজ্জন্যে বালকের নিজ মাতাকে ডাকিয় কহিল, তুমি ঐ বালককে লক্টয় দুগ্ধ পান করণও, সে আমার পোষ্য পুত্র হক্টবে। ৪০ বৎসর পর্যন্ত মূসা ফিরেীণ রাজার দৌহিত্ররূপে প্রতিপালিত হইয়, ও মিস্ট্রীয়দের নীতি শাস্ত্র বিদ্যাদি শিক্ষন করিয়া কার্য্যেতে ও বাক্যেতে অতি নিপুণ হইল । এক দিনে এক জন মিস্ট্রীয় মূসার ভুাতৃগণের মধ্যে একজন ইব্রীকে প্রহার করিতেছে, ইহ। দেখিয়া, সে অতি ক্রোষ্ট্রে তাহাৰুে আঘাত করিল, তাহাতে মিষ্ট্ৰীয় প্রাণ ত্যাগ করিল। পরে ফিরেীণ এই বিষয় জ্ঞাত হইয়। মূসাকে ধরিয়া সAহার করিতে অতিশয় চেষ্টা করিল। তজ্জন্যে মূসা মিদীয়ন দেশে পলায়ন করিল। সে দেশের যাজকের কন্য সিপপোরাকৈ বিবাহ করিল। এবণ মেষপালকের কম্মুে, তেনিযুক্ত হইয়। সন্তোস রূপে সেখানে ৪০ বৎসর পর্য্যন্ত রহিল। যীশু খ্ৰীষ্টের জন্মের পূৰ্ব্বে ১৫৩১ বৎসর। . .