পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& ) সৗস্তু ষ্টের জন্মের পূৰ্ব্বে ১৪৯১ বৎসর। অনন্তর মূসা এক দিনে হোরের ও সৗনয়ের অরণ্যেতে পশুপাল চরাইতে গিয়াছিল, এবং সেখানে অতি প্ৰহলিত কোপ দেখিলে, সেই ঝোপের মধ্যহইতে দৈববাণী নির্গত হইয় তাহাকে জানাইল, আমি মিসরে স্থিত আপন লোকদের অত্যন্ত ক্লেশ দেখিলাম, ও তাহাদের রোদন শুনিলাম, অতএব আমার লোককে মিস্ট্রীয়দের দাসত্বহইতে কুশলে মুক্ত করিতে ও এক উত্তম অঙ্গীকৃত দেশে লইয়। যাইতে তোমাকে নিযুক্ত করিলাম। মূসাশিষ্ট হইয় আপনার অক্ষমতা ও দুৰ্ব্বলতা স্বীকার পূৰ্ব্বক, এই গুরুতর কৰ্ম্মের ভার লইতে সাহস করিতে পারিল না, কিন্তু পরমেশ্বর তাহাকে আজ্ঞা করিলে, সে যেথোর নিকটে বিদায় লইয়। মিসর দেশে ফিরিয়া গেল। তৎপরে তাহার সহোদর ভাই হারোণকে সঙ্গে, লইয়। ফিরেীণ রাজার নিকটে উপস্থিত হইয়। কহিল ; ঈশ্বরের উদেশে বলি উৎসর্গ করিবার জন্যে ইস্রায়েল ব^শকে অরণ্যের মধ্যে.যাইতে আজ্ঞা করুন। ফিরৌণ অহঙ্কারপূৰ্ব্বক তাহাদের কথা না শুনিয়া ঈশ্বরের প্রতি নিন্দ করিয়৷ ইয়ায়েল বণশকে আরো দৃঢ়রুপে দুঃখ দিতে লাগিল। তখন পরমেশ্বর কহিলেন, যেন তাঁবৎ জাতীয় লোকের মধ্যে আমার মহিমা প্রকাশ পায়, তৰ্জ্জন্যে অহঙ্কারী ও দেবপূজক মিস্ট্রীয় লোককে প্রহার করণ পূৰ্ব্বক, আমি নিজ লোক ইস্রায়েলকে তাহাদের . হস্তুহইতে উদ্ধার করিব, এব^ অব্ৰাহম ও ইসহাক ও