পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ २ বাকুবের প্রতি আমার যে প্রতিজ্ঞ। তদনুসারে নিজলোক স্ট্রায়েলকে কৈনান দেশে আনিব। ফিরেীণ রাজার মন সরল হইলে, যেন সে ইস্লায়েল বণশকে ছাড়িয়া দেয় তজন্যে পরমেশ্বর তাহারও মিসুীয়দের প্রতি নান প্রকার মহামায়ী প্রেরণ করিলেন। জাহাতে নীল নদীর 'झक्नु ठूख्न् ੇ, এবণ ভেক ও উকুন ও মাচী সেই দেশ আচ্ছন্ন করিল। মনুষ্য এবং পশু রোগেতে ও ক্ষত যুক্ত স্ফোটকের জ্বালাতে ব্যাকুল হইল। আর ক্ষেত্রেতে প্রাণী ও শস্যাদি যাহ। ২ ছিল; তাহী শিলাবৃষ্টি ও বজ্ৰাঘাত ও উল্কাপাত দ্বারা বিনষ্ট হইল। আর শিলাবৃষ্টিতে অবশিষ্ট যে সকল বৃক্ষ, তাহার পত্র অসংখ্য পঙ্গপাল আসিয়া খাইয়। ফেলিল। এব০ তিন দিন পর্য্যন্ত অতিশয় ঘোরতর অন্ধকারেতে সমস্ত দেশ আবৃত হইল। এই সকল দুর্ঘটনা হইলেও, ফিরেীণ রাজার .কঠিন মন ঈশ্বরের বশীভূত হইল না। তজ্জন্যে পরমেশ্বর ফিরেীণ ও তাহার প্রজার উপরে এতাদৃশ ভয়ঙ্কর ও মহামারী প্রেরণ করিতে মনস্থ করিলেন, যে তাহারা ভয় পাইয়া ইসুয়েল বণশকুে ছাড়িয়া দিবে। পরে ইসুয়েল বণশের প্রত্যেক পরিবার একং নিৰ্দ্দোম মেস শাৰক বলিদান করিতে আদেশ পাইল। এল৭ পরমেশ্বর" কহিলেন, সাবধান পূৰ্ব্বক তাহার কোন অস্থি না ভাঙ্গিয়া দ্বারের চৌকাঠে রক্তের ছিটা দেও। এব০ ঐ মেষশাবকের মাথস তিক্তশকের সহিত ভোজন করিও তাহার পর দ্রুত পৰ্য্যটকের ন্যায় কটিবদ্ধ করিয়া এব^ পাদুকা পরিধান ও ঘটি গ্রহণ পূৰ্ব্বক প্রাতঃকাল পর্য্যন্ত