পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ へ○ আপন গৃহমধ্যে থাক। কেননা পরমেশ্বর কহিলেন, অদ্য রাত্রিতে মিসর দেশের মধ্য দিয়া যাইয়া, মিসর, দেশের মনুষ্য ও প্রশ্বাদির তাবৎ প্রথমজাত সন্তানকে প্রহার করিব, এবণ মিসুীয় তাবৎ দেবের দণ্ড করিব : আমি পরমেশ্বর । অতএব তোমরা যে গৃহে থাক সেই ২ গৃহে ঐ রক্তের চিহ্ন রাখিলে,"ষে সময়ে আমি মিসর দেশের দণ্ড করিব তৎকালে সেই রক্ত দেথিয়া তোমাদিগকে ত্যাগ করিয়া যাইব, এব^ সেই দণ্ড তোমাদিগকে নষ্ট করিতে তোমাদের প্রতি ঘটিবে না। অনন্তর পরমেশ্বর অদ্ধরাত্রি সময়ে সিংহাসনস্থিত ফিরেষ্ট্রে প্রথমজাত সন্তান অবধি ও কারাগারস্থিত লোকদের প্রথমজাত সন্তান পৰ্য্যন্ত মিসর দেশস্থিত তাবৎ প্রথমজাত সন্তানকে ও পশুদের প্রথমজাত শালুকগণকে বিনষ্ট করিলেন। তাহাতে ফিরেীণ রাত্রিতে, উকিল, এবণ তাহার দাসগণ ও মিস্ট্রীয় লোকের মিনরেন্সে মহারোদন করিল, কেননা যে গৃহে এক জন মরে নাই, এমত গৃহই ছিল না। তখন অতিশয় ভয়ঙ্কর দুর্ঘ টনাতে ফিরেীণ রাজার অন্তঃকরণ নিৰ্ম্মল হটলে, তিনি রাত্রিকালে মূসাকে ও হারোণকে ডাকিয় কফুিলেম । তোমরা ইসুয়েলকে সঙ্গে লইয়া উঠিয়া তোমাদের ইচ্ছানুসারে গমন কর। এবণ ইসুয়েল বংশ সাঙ্গাল্ডে শীঘু দেশহইতে যায় মিল্লয়ের এমত উদ্মোণ করিল, কেননা তাহারণ কহিল আমরাও সকলে মৃত্ত্বকল্প । এই হেতুকু স্বর্ণ ও রৌপ্য ও অভরুণাদি দিয়া ইসুয়েল বণশকে ত্বরায় বিদায় করিল। পরদিবস প্রতুম্বে মুস: '