পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ) দেবগণের মধ্যে তোমার তুল্য কে আছে? এব০ তোমার সমান পবিত্রতাতে আদরণীয় ও ভয়ানকত্ব প্রযুক্ত স্তবনীয়। ও আশ্চৰ্য্য ক্রিয়াকারী কে আছে ? তুমি আপন দক্ষিণ হস্ত বিস্তার করিলে, পৃথিবী শতুগণকে গ্রাস করিল। তুমি দয়াতে আপন লোকদিগকে মুক্ত করিয়া গমন করাইতেছ, এবং আপন পরাক্রমেতে তাহাদিগকে তোমার পবিত্র নিবাসে লইয়। যাইতেছ, ইহা শুনিয়া অন্য লোকের ভীত হইবে, ও পিলেষ্টীয় লোকেরা উদ্বিগ্নতাতে মগ্ন হইবে, যালৎ লোকের পার না হয়, তাবৎ ভয় ও আশঙ্কা তাহাদিগকে আক্রমণ করিবে। হে পরমেশ্বর তোমার ক্রীত লোকেরা যাবৎ পার না হয়, তাবৎ তোমার বাহুবলদ্বারা তাহার প্রস্তুরের ন্যায় স্থির হইয়। থাকিবে, হে পরশ্বের তুমি আপন নিবাসার্থে যে স্থান নিৰ্ম্মাণ করিলা, ও তোমার হস্ত যে পবিত্র স্থান-স্থাপন করিল, তাহার মধ্যে অর্থাৎ আপন অধিকারের পর্বতে তাহাদিগকে প্রবেশ করাইয়। বাস করাইব । পরমেশ্বর সৰ্ব্বদ রাজত্ব করিবেন। তৎপরে ইসায়েল বণশ প্রান্তর দিয়; সানয় পৰ্ব্বতে গমন করিতে লাগিল। পরে তাহারা মারানামক একস্থানে উপস্থিত হইয়া তিক্ততা প্রযুক্ত মারার জল পান করিতে পারিল না । অতএব লোকেরা মূসার বিরুদ্ধে বচস করিয়া কহিল, আমরা কি পান করিব? তাহাতে সে পরমেশ্বরের উদেশে প্রার্থনা করিলে, পরমেশ্বর তাহাকে এক প্রকার কাষ্ঠ দেখাইলেন, তাহ। লইয়. মূসা জলে নিক্ষেপ করিলে, জল মিষ্ট হইল। অপর লোকের এলীমহইতে যাত্রা করিয়া এলাম ও