পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిలి c সৗনয় এই উভয়ের মধ্যবৰ্ত্তী সীন নামক প্রান্তরে উপস্থিত *হইল। তখন তাহার খাদ্য দ্রব্যের অভাব হওয়াতে, এবe, অন্য খাদ্য সামগ্রী পাইবার উপায় না থাকাতে,তাহার মূসা ও হারোণের সহিত বচস করিয়া কহিল । আমরা যখন মাসের হাড়ির নিকটে বসিয়া তৃপ্তি পৰ্য্যন্ত অন্ন ভোজন করিতাম, হায় ২ তখন যদি আমরা মিসর দেশে পরমেশ্বরের হস্তে মরিতাম। তোমরা ক্ষুধাদ্বারা তাবৎ মণ্ডলীকে মারিতে আমাদিগকে প্রান্তরে বাহির করিয়। আনিলা। পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, আমি ইসায়েল ব০শের বচস৷ শুনিলাম। তুমি তাহাদিগকে কহ, তোমর সায়-কালে মাeংস ভোজন করিবণ, ও প্রাতঃকালে খাদ্য দ্রব্যে তৃপ্ত হইব। তাহাতে আমি যে তোমাদের প্রভু পরমেশ্বর তাহ জ্ঞাত হইব। পরে সন্ধ্যাকালে ভা টুই পক্ষিগণ উপস্থিত হইয়। শিবির স্থান ব্যাপিল, এবণ প্রাতঃকালে সৈন্যস্থলের চতুদিগে নীহার পড়িল। পরে পতিত নীহার উৰ্দ্ধগত হইলে, প্রান্তরের উপরে ভূমিতে ক্ষুদ্র অথচ গোল নীহারের ন্যায় ক্ষুদ্র দুব্য পড়িয়া র. হিল। তাহাতে মূসা কহিল, পরমেশ্বর তোমাদিগকে এই দুব্য ভোজন করিতে দিলেন, এখন তোমরা প্রত্যেক জন প্রতিদিনের আপন ২ ভোজনানুসারে তাহ সমগ্রহ কর, কিন্তু ষষ্ঠদিবসে তাহার দ্বিগুণ ঝুণগ্রহ কর, কেনন। সপ্তমদিবস পরমেশ্বরের পবিত্র বিশ্রামবার, সে দিবসে তোমরা কিছুই সন্মগ্রহ করিতে পারিব না। এবণ ইতায়েল বণশ এই খাদ্যের নাম মান্ন রাখিল । সে মান্ন! ধন্য কাকৃতি ও শুক্লবৰ্ণ, তাহার রস মধুমিশ্ৰিত পিষ্টকের