পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩১ ন্যায় ছিল। এবণ ইস্রায়েল বণশ চল্লিশ বৎসর পর্যন্ত অর্থাৎ কৈনান দেশের সীমাতে উপস্থিত হওন পৰ্য্যন্ত, সেই মান্না ভোজন করিল। অপর ইস্রায়েল বলশের তাবৎ মণ্ডলী সীন প্রান্তরহইতে যাত্রা করিয়া রিফলদামে গিয়া শিবির স্থাপন করিল, কিন্তু সেই স্থানে লোকদের পানার্থে জলাভাব ছিল, অতএব লোকের জলাভাবে' তৃষ্ণান্ত হইয়া, বচসা করিয়া মূসাকে কহিল, তুমি আমাঃ দিগকে এব• আমাদের সন্তানগণকে ও পশুগণকে পিপাসাদ্বারা মারিতে মিসরদেশহইতে কেন আনিলা? তাহান্তে মূসা কহিল, তোমরা আমার সহিত কেন বচস। কর, কেন বা পরমেশ্বরের পরীক্ষা লও? এবণ মূসা পরমেশ্বরের উদ্দেশে প্রার্থনা করিয়া কহিল, আমি এই লোকদের নিমিত্তে কি করিব, তাহারা আমাকে প্রায় মারিতে উদ্যত হইতেছে? তখন পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি বষ্টি হস্তে লইয়া ও লোকদের অগ্রে ২ যাইয়। হোরেব পৰ্ব্বতস্থ শৈলে আঘাত করিও, তাহাতে সে শৈল হইতে লোকদের পানার্থে জল নিৰ্গত হইবে। তখন মূসা ইস্লায়েল বলশের প্রাচীনদের দৃষ্টিতে সেই রূপ করিল। এবং সেই স্থানে ইসায়েল বণশের বিবাদ প্রযুক্ত এবণ পরমেশ্বর আমাদের মধ্যে আছেন কি না, ইহা কহিয়৷ পরমেশ্বরের পরীক্ষা লওন প্রযুক্ত, সেই স্থানের নাম মুস। মিরীব অর্থাৎ বিবাদ রাথিল। ঐ সময়ে আমালেকীয় লোক রিফিদৗমে আসিয়া ইসায়েল বণশের সহিত যুদ্ধ করিলে, মূসা যিহোশূয়কে কহিল, তুমি আমাদের । মধ্যহইতে মনোনীত মনুষ্য লইয়া আমালেকীয় লোক Ꮐ