পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শু ই দের সহিত যুদ্ধ করিতে যাও, আমি কল্য আপন হন্তে ঈশ্বরের ঘষ্টি লইয়া পৰ্ব্বতের শিখরে দাড়াইব। তথন যিহোশূয়, মূসার আজ্ঞানুসারে অমালেকীয় লোকদের সহিত যুদ্ধ করিলে, মূসা ও হারোণ, হুর পর্বতের শৃঙ্গোপরি আরোহণ করিল। কিন্তু যে ২ সময়ে মূসা আপন হস্তউর্দ্ধ করে,সেই সময়ে ইসুয়েল বণশজয়ী হয়। অপর মূসার হস্ত ভারী হইলে, তাহার এক পাথর আনিয়। তাহার নীচে রাথিল, তখন মূসা তাহার উপরে বসিল, তাহাতে সূৰ্য্য অস্ত হওন পর্য্যন্ত তাহার হস্ত স্থির থাকিল। অতএব যিহোশূয় অমালেক ও তাহার লোকদিগকে পরাস্ত করিল। আগামি লোককে এই আশ্চর্য্য ক্রিয় জানাইবার জন্যে এই সকল ঘটনা লিখিত হইয়াছে, কেননা ইহাতে তাহার বিশেষরূপে জানিবে, যে ইস্রায়েল বলশের রক্ষাকৰ্ত্ত স্বয়ণ পরমেশ্বর ; ও অমালেক রাজা তাহাদিগকে বিনাপরাধে আক্রমণ করিলে, সেও তাহার রাজ্যবাসি লোক সকল যাবৎ নিঃশেষে বিনষ্ট না হইল, তাবৎ পরমেশ্বরের ক্রোধ তাহাদের প্রতি শান্ত হয় নাই । অনন্তর ঈশ্বর মূসার প্রতি ও আপন লোক ইসুয়েল' ব০শের প্রতি এই ২ কৰ্ম্ম করিয়াছেন, এব০ মিসর দেশহইতে ইস্রায়েল বণশকে বাহির করিয়া আনিয়াছেন, এই সকল কথা শুনিয়া মূসাঁর শ্বস্তুর মিদীয়নের যাজক যিথুে, মূসা কর্তৃক আপন গৃহে প্রেরিত তাহার ভাৰ্য্যা সিপোরাকে ও তাহার দুই পুত্রকে সঙ্গে লইল। এই দুই পুত্রের একের নাম গোর্শাম, অর্থাৎ అ স্থানে