পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆ లీ বিদেশী, কেননা তাহার পিত কহিল, আমি এই দেশে বিদেশী হইলাম। এব^ অন্যের নাম ইলীয়েষর অর্থাৎ * ঈশ্বর আমার উপকারী, কেননা সে কহিল, আমার পিতার ঈশ্বর আমার উপকারী হইয় ফিরৌণের খড়গহইতে আমাকে উদ্ধার করিলেন। পরে মূসার শ্বস্তুর যিথুে মূসার এই দুই পুত্র ও ভাৰ্য্যাকে.সঙ্গে লইয়া প্রান্তরে অর্থাৎ' ঈশ্বরের পন্থতে যে স্থানে শিবির স্থাপন করিয়াছিল, সেই স্থানে মূসার নিকটে আইল, এবং মূসাকে কহিল, আমি তোমার শ্বস্তর দ্বিন্ধুে, ও তোমার ভাৰ্য্যা ও তাহার সহিত তোমার দুই পুত্র আমরা তোমার নিকটে আইলাম। তথন মূসা আপন শ্বস্তরের সহিত সাক্ষাৎ করিতে বাহিরে গিয়া তাহাকে প্রণাম ও চুম্বন করিল, এব০ পরল্পর মঙ্গল জিজ্ঞাসা করিলে পর, তাহারণ তাম্বুতে প্রবেশ করিল। পরে পরমেশ্বর ইসায়েল বণশের জন্যে ফিরোণের প্রতি ও মিস্ট্রীদের প্রতি কিং করিয়াছেন, এবণ পথে তাহাদের প্রতি কি ২ ক্লেশ ঘটিয়াছে, ও পরমেশ্বর কি প্রকারে তাহাদিগকে উদ্ধার করিয়াছেন, এই সকল কথা মূসা আপন শ্বশুরকে জ্ঞাত করিল। তাহাতে পরমেশ্বর উহাদের মঙ্গল করিয়াছেন, তাহ শুনিয়া যিথুে এই সকলের নিমিত্তে অতি জ্বালাদিত হইল। এব^ সে কহিল যে পরমেশ্বর মিসুীদের ও ফিরেীণের হস্তহইতে তোমাদিগকে উদ্ধার করিয়াছেন, এব৯ মিস্ট্রীদের হস্তুহইতে লোকদিগকে উদ্ধার করিয়াছেন, তিনি ধন্য। এবণ পরমেশ্বর সকল দেবতাহইতে মহান ইহা এখন আমি জ্ঞাত হইলাম, , কেননা,তাহার। যে বিষয়ে গন্তু করিল, সে বিষয়ে তিনি §: G 2 *