পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●8” তাহাদের উপরে জয়ী হইলেন। পরে যিঞ্জে পরমেশ্বরের উদ্দেশে হোম ও নৈবেদ্য করিল, এব^ হারোণ ও ইয়ায়েল বলশের প্রাচীন লোকের আসিয়া পরমেশ্বরের সম্মুখে মূসার শ্বশুরের সহিত ভোজন করিল। পর দিনে মূসা লোকদের বিচার করিত্বে বসিলে, লোকের প্রাতঃকালাবধি সন্ধ্যাকাল পর্যন্ত তাহার সমূথে দাড়াইল। পরে লোকদের বিষয়ে যাহা ২ করিল মূসার শ্বস্তর তাহা দেখিয়া কহিল, তুমি লোকদের সহিত কেমন ব্যবহার করিতেছ, তুমি একাকী কেন বৈস ও সকল লোক প্রাতঃকালাবধি সন্ধ্যাকাল পর্যন্ত তোমার নিকটে কেন দাড়ায়? তাহাতে মূসা আপন শ্বশুরকে কহিল, লোকের ঈশ্বরের বিচার জিজ্ঞাসা করিতে আমার কাছে আইসে, ও তাহাদের কোন বিবাদ হইলে আমার কাছে আইসে, তাহাতে বাদির ও প্রতিবাদির বিষয়ে আমি বিচার করি, এবণ ঈশ্বরের বিধি ও ব্যবস্থ সকল তাহাদিগকে জ্ঞাত করি। পরে মূসার শ্বস্তর কহিল, তুমি যাহ কর সে ভাল নয়। তুমি ও তোমার সঙ্গিলোকের। উভয়ই ক্ষীণ হইবা, কেননা একাৰ্য্য তোমার ক্ষমত। হইতেও গুরুতর, তুমি একাকী ইহা করিতে পার না অতএব আমার কথায় মনোযোগ কর, আমি তোমাকে পরামর্শ দি, তাহাতে ঈশ্বর তোমার সহায় হইবেন, আর ঈশ্বরের সমুথে তুমি লোকদের পক্ষ হইয় তাহাদের কথা ঈশ্বয়ের কাছে জারীও। এবং তুমি তাহাদিগকে বিধি ও ব্যবস্থার উপদেশ দেও, ও তাহাদের গন্তব্য পথ ও কৰ্ত্তব্য কৰ্ম্ম দেখাও। তভিন্ন তুমি সকলের মধ্য হইতে