পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●● কৰ্ম্মক্ষম মনুষ্যদিগকে অর্থাৎ, ঈশ্বরের প্রতি ভয়কারি ও সত্যবাদি ও লোভন্ত্রণাকারি লোকদিগকে মনোনীত• করিয়া লও, এব^ তাহাদের উপরে সহসুপতি ও শতপতি ও পঞ্চাশৎপতি ও দশপতি করিয়া নিযুক্ত কর। এব^ তাহারণ সৰ্ব্বকালে, লোকদের বিচার করিবে, কিন্তু কোন মহাবিচার হইলে, তোমার নিকটে আনিবে, ও ক্ষুদ্র বিচার সকল তাহারা করিবে; তাহাতে তাহারণ তোমার সহিত ভার বহিলে, তোমার কৰ্ম্ম লঘু হইবে। তুমি এমত করু, এব^ ঈশ্বর তোমাকে এমত করিতে আজ্ঞা দেন, তবে তুমি সহিতে পারিবা, এব^ এই সকল লোকেরা ও কুশলে আপনাদের স্থানে গমন করিবে। তাহাতে মূসা শ্বস্তরের বাক্যে মনোযোগ করিয়া তাহার বাক্যানুসারে সকল কমু করিল। o ইসুয়েল ব^শ মিসরদেশহইতে যে দিনে যাত্রা করিল, তিন মাসের পর সেই দিনে সীনয় প্রান্তরে উপস্থিত হইল। ইয়ায়েল বণশ সেই পৰ্ব্বতের সমুখে শিবির স্থাপন করিল। পরে মূসা ঈশ্বরের নিকটে আরোহণ করিলে, পরমেশ্বর পকীত হইতে তাহাকে ডাকিয় কহিলেন, তুমি যাকুবের সন্তানগণকে এই কথা কহ, ও ইয়ায়েল ব^শকে ইহা জ্ঞাত কর। আমি মিস্ট্রীয়দের প্রতি যাহা করিলাম, এবণ যেমন উৎক্রোশ পক্ষী পক্ষদ্বারা শাবকগণকে বহণ করে, তেমনি তোমাদিগকে বহিয়া আপনার নিকটে আনিলাম তাহা তোমরা দেথিলা। এখন যদি তোমার আমার কথা শুন ও আমার ব্যবস্থা পালন কর, তবে তাবৎ পথিবী আমার হইলেও তাছাতে G 3