পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ט מא তোমারা সকল লোক অপেক্ষ বিশেষ অধিকারী হইবা, এব^ আমার নিমিত্ত্বে যাজকদের এক ব*\শ ও পবিত্র জাতি হইবা, তখন মূসা আসিয়া তাহাদের প্রাচীনগণকে ডাকাইয় পরমেশ্বরের আজ্ঞানুসারে এই সকল কথা তাহাদের সমুখে প্রস্তুীৰ করিল, তাহাতে তাবৎ লোক এক সঙ্গে সকলেই স্বীকার করিয়া কহিল, পরমেশ্বর যে সকল কথা কহিলেন তাহ আমরা করিব। তখন মূসা পরমেশ্বরের কাছে তাহাদের কথা নিবেদন করিলে, পরমেশ্বর মূসাকে কহিলেন, আমি নিবিড় মেঘে তোমার নিকটে আসিয়া তোমার সহিত কথা কহিব, তাহা লোকের শুনিতে পাইয়া সৰ্ব্বদা-তোমাতে প্রত্যয় করিবে ; তথন পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি লোকদের নিকটে যাইয়া অদ্য ও পর দিনে বস্ত্ৰ ধৌত করাইয়। তাহাদিগকে অগ্রে পবিত্র কর, পরে তৃতীয় দিনের জন্যে তোমরা সকলে প্রস্তুত হও, কেননা তৃতীয় দিনে পরমেশ্বর সকল লোকের সাক্ষাতে সীনয় পৰ্ব্বতের উপরে নামিবেন। পরে মূল পৰ্ব্বত হইতে নামিয়া লোকদের নিকটে আসিয় তাহাদিগকে পবিত্র করিল ; এব^ তাহারণ আপনাদের বস্ত্র ধৌত করিল। পরে তৃতীয় দিনে প্রাতঃকাল হইলে, মেঘগজ্জন ও বিদ্যুৎ ও পৰ্ব্বতের উপরে নিবিড় মেঘ ও অতিশয় উচ্চৈঃস্বরে তুরীধ্বনি হইতে লাগিল, তাহাতে শিবিরের তাবৎ লোক কম্নান্বিত হইল, পরে মূসাঈশ্বরের সহিত সাক্ষাৎ করাইতে লোকদিগকে শিবির হইতে বাহির করিলে, তাহারা পৰ্ব্বতের তলে দাড়াইল, তথন সৗনয় পৰ্ব্বত ধূমময় হইল, কেননা