পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

84 পরমেশ্বর তাহার উপরে অগ্নিতে নামিলেন, এবং চুলার ধূমের ন্যায় তাহ হইতে ধূম উঠিল, তাহাতে সকল পৰ্ব্বত আতিশয় কাপিতে লাগিল। পরে ঈশ্বর এই সকল কথা কহিলেন। ১ । অামার সাক্ষেতে জেমার আর কোন দেৱতা না থাকুক। w + ২। এব^ তুমি আপনার নিমিত্তে কোন খোদিত প্রতিমার অর্থাৎ উপরিস্থ স্বর্গে কিম্ব নীচস্থ পৃথিবীতে কিম্ব পৃথিবীর, নীচস্থ জলেতে স্থিত কোন বস্তুর মূৰ্ত্তি নিৰ্ম্মাণ করিওনা, এব^ তাহাদিগকে প্রণাম করিও না, ও তাহাদের সেবাও করিওনা; কেননা আমি তোমার প্রভু পরমেশ্বর জাজ্বল্যমান ঈশ্বর, এবণ যে পিতৃ লোকেরা আমাকে ঘৃণা করে, তৃতীয় চন্তর্থপুরুষ পর্যন্ত তাহাদের সন্তানদের উপরে অধৰ্ম্মের প্রতিফল দাতা ; কিন্তু যাহারা আমাতে প্রেম করে, ও আমার আজ্ঞা পালন করে, তাহাদের সহস্র পুরুষ পর্যন্ত দয়াকারী। ৩। তুমি আপন প্রভু পরমেশ্বরের নাম নিরর্থক লইও না, কেননা যেকেহ তাহার নাম নিরর্থক লয় পরমেশ্বরর তাহাকে নিরপরাধী করিয়া গণনা করেন না। ৪ । এবণ বিশ্রাম দিনকে স্মরণ করিয়া পবিত্র কর । ছয় দিন শ্রম করিয়া ব্যবসায়াদি সমস্ত কৰ্ম্ম কর। কিন্তু সপ্তম দিনে আর্থাৎ তোমার প্রভু পরমেশ্বরের বিশ্রামদিনে তুমি, কি তোমার পুত্র কি কন্যা,কি দাস কি দাসী . কি পশু কি দ্বারবৰ্ত্তি বিদেশী, কেহ কোন কাৰ্য্য করিও না। কেননা পরমেশ্বর আকাশ ও পৃথিরীর ও