পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●只 সমুদ্র ও তন্মধ্যস্থ তাবৎ বস্তুকে ছয় দিনে নিৰ্ম্মাণ করিয়া • সপ্তম দিনে বিশ্রাম করিলেন,এই নিমিত্তে পরমেশ্বর বিশ্রাম দিনকে বর দিয়া পবিত্র করিলেন । ৫। আর তুমি আপন পিতা মাতাকে সমুম কর, তাহাতে তোমার প্রভু প্লরমেশ্বর তোমাকে যে দেশ দেন, সেই দেশে তোমার দীর্ঘকাল আয়ু হইবে। ৬ । নরহত্যা করিওনা । ৭ । পরদার কারও না । ৮ । চুরি করিও না । ৯। আপন প্রতিবাসির বিরুদ্ধে মিথ্য সাক্ষ্য দিও না । ১০। আপন প্রতিবাসির গৃহে লোভ করিও না; এব^ আপন প্রতিবাসির ভাৰ্য্যাতে, কি দাসেতে, কি দাসীতে, কি গোরুতে, কি গাধাতে, কি তোমার প্রতিবাসি লোকের কোন বস্তুতে, লোভ করিও না । , তথন সকল লোক মেঘ গৰ্জ্জন ও বিদ্যুৎ ও তুরীর শব্দ ও ধূমযুক্ত পৰ্ব্বত দেথিল,এবণ দেখিলে পর পৃথক হইয়। দূরে দাড়াইল ; এব৯ মূসাকে কহিল, তুমি আমাদের -সহিত কথা কহ, তাহ আমরা শুনিব ; কিন্তু ঈশ্বর আমাদের সহিত কথা না কহন, নতুব। আমরা মরিব । তাহাতে মূসা লোকদিগকে কহিল ভয় করিও না; তোমাদের সমুথে যেন ঈশ্বরের প্রতি ভয় থাকে, ও পাপ যেন না কর, এই জন্যে ঈশ্বর তোমাদের পরীক্ষা লইতে আইলেন। তখন ৰোকের দূরে দাড়াইয়া রহিল; কিন্তু ষে স্থানে ঈশ্বর ছিলেন, মূল সেই ঘোর অন্ধকারের নিকটে গমন করিল। ... "