পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8 করিও না, কেননা আমি দুষ্টকে নিদোষ করিব না তুমি উৎকোচ গুহণ করি ও না, কেননা উৎকোচ দ্বারা জ্ঞানির ও অন্ধ হয়, ও ধাৰ্ম্মিকদের ও বাক্যের অন্যথা হয়। তোমরা ইতস্ততঃ ভূমণ করিও না। আর অন্যায় সাক্ষ্যদিতে যদি কোন মিথ্যাসাক্ষী কর্ণেজপ হইয়। কাহারে প্রতিকূল হয়, তাহাতে বিচার কৰ্ত্তার যত্নপূৰ্ব্বক অনুসন্ধান লইলে, সে সাক্ষী যদি মিথ্য। হয়, ও আপন ভুতার প্রতিকূলে মিথ্যাসাক্ষ্য দিয়া থাকে, তবে সে আপন ভুতার প্রতি যেমত করিতে কল্পনা করিয়াছিল তাহার প্রতিও তোমরা তদ্রুপ করিব। তুমি বিদেশীয়কে ক্লেশ দিওনা, ও তাহার প্রতি উপদুব করিও না, কেননা তুমিও মিসরদেশে বিদেশী ছিল । আর তুমি কোন বিধবাকে কিম্ব পিতৃহীন বালককে ক্লেশ দিওন, তাহাদিগকে কোনমতে ক্লেশদিলে তাহার। যদি আমার নিকটে প্রার্থনা করে, তবে আমি অবশ্য তাহাদের প্রার্থনা শুনিব। আর তুমি যদি আমার লোকদের মধ্যে তোমার প্রতিবাসি কোন দরিদুকে ঋণ দেও, তবে তাহার কাছে সুদ গ্রাহকের ন্যায় হইও না, ও তাহ হইতে সূদ লইও না, আর যদ্যপি তুমি আপন প্রতিবাসির বস্ত্র বন্ধক রাথ, তবে সূৰ্য্যাস্তের পূৰ্ব্বে তাহাকে ফিরিয়া দেও ! কেননা তাই তাহার আচ্ছাদন বস্ত্র ও তাহার গাত্র আচ্ছাদক হয়, সে কিসেতে শয়ন করিবে। এবং সে যদি আমার কাছে প্রার্থনা করে, তবে আমি দয়ালুতা প্রযুক্ত তাহ শুনিব। আর বিচার কৰ্ত্তাকে নিন্দ করিও না, এবণ লোকদের শাসন কৰ্ত্তাকে শাপ দিও