পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q4 না। আর তোমরা আপন ২ ক্ষেত্রের শস্য কাটন সময়ে ক্ষেত্রের কোণে নিঃশেষে কাটিও না, এব^ তোমার ক্ষেত্রে পতিত শস্য কুড়াইও না, দরিদ্র ও বিদেশীয়দের জন্যে কিছু ২ ত্যাগ করিও, আমি তোমাদের প্রভু পরমেশ্বর। তোমরা বেতন 'গ্ৰাহিদাসের প্রতি কঠিন ব্যবহার করিও না। কিন্তু পরমেশ্বরকে ভয় কর । তোমরা বিচারে কাহারে মুখাপেক্ষা করিব না, ক্ষুদের কথ যেমন মহতের কথাও তেমনি শুনিব। ও মনুষ্যের মুখ দেথিয় ভয় করিও না, কেননা বিচার ঈশ্বরের হয়, তোমাদের ভূতাদের মধ্যে যদি কেহ দরিদু থাকে তবে তোমরা তাহার প্রতি অন্তঃকরণ কঠিন করিব। না, ও দরিদ্র ভুতার প্রতি আপন হস্ত বদ্ধ করিব না। কিন্তু তাহার প্রতি আতিশয় হস্ত বিস্তার করিয়া তাহার প্রয়োজনানুসারেই তাহাকে অবশ্যই প্রচুর ঋণ দিবা। অতএব তোমরা তাহাকে অবশ্য দিবা, কিন্তু দানকরণ সময়ে অন্তঃকরণে দুঃথিত হইব না, কেননা ঐ কৰ্ম্ম প্রযুক্ত তোমাদের পুতু পরমেশ্বর তোমাদের সমস্ত কৰ্ম্মে এব^ তোমারা যাহাতে ২ হস্তাপণ করিবা তাহাতে তোমাদের মঙ্গল করিবেন । কেননা তোমাদের দেশে দরিদ্রের অভাব হইবে না, অতএব আমি তোমাদিগকে এই আজ্ঞা করি, তোমরা দরিদ্র ও দুঃথিভূতাদের প্রতি অতিশয় হস্ত বিস্তার করিব। প্রতিবাসির সীমার চিহ্ন স্থানান্তর করিব না। আর তোমরা শস্য মদনকারি বলদের মুখ বন্ধন করিব না . II 2