পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

༢༽ ཅི་མ་ চতদশ 4 স্বর্ণময় বলদের বৃত্তান্ত। যীশু খ্ৰীষ্টের জন্মের পূৰ্ব্বে ১৪ ১১ বৎসর। অনন্তর মূল ৪০ দিবারাত্রি সিনাই নামক পৰ্ব্বতের উপরে বিলম্ব করিলে, লোকের তাহার অনাগমন বিষয় সহ্য করিতে না পারিয়া অতি আশ্চাৰ্য্য কঠিন অন্তঃকরণের সহিত মূসা এব৯ পরমেশ্বরের বিরুদ্ধে বচসা করিতে লাগিল, তাহাতে তাহার একত্র হারোণের নিকটে গিয় তাহাকে কহিল, উঠ, আমাদের অগ্রসর হইয়। যাইতে আমাদের নিমিত্তে দেবতা নিৰ্ম্মাণ কর, কেননা মিসরদেশ হইতে আমাদিগকে বাহির করিয়া আনিল যে মূসা, তাহার কি দশ ঘটিল তাহা । আমরা জানি না । হারোণ অনুচিতরূপে তাহাদের কুমন্ত্রণ গ্রহণ করিয়া তাহাদের স্বর্ণ কুণ্ডল আ নিতে আজ্ঞা করিল, তাহাতে লোকের সে সকল আনিলে সে তাহ লইয়া ছাচে ঢালিয়া মিসর দেশের সেবিত গোবখসের ন্যায় এক বৎস নিৰ্ম্মাণ করিয়া কহিল, হে ইস্রায়েল বণশ যে দেবতা মিসরদেশ হইতে তোমাদিগকে বাহির করিয়া আনিল সে এই ৷ তাহাতে লোকের পরদিনে পু্যত্যুষে উঠিয়া হোম বলি উৎসর্গ করিল, এবণ মঙ্গলার্থে নৈবেদ্য আনিল, এব^ লোকের ভোজন ও পান করিতে বসিল, পরে ক্রীড়া করিতে উঠিল। তখন পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি নামিয়া যাও, কেননা তুমি মিসর হইতে