পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ፃፃ ষে লোকদিগকে বাহির করিয়া আনিলা, তাহার। ভুষ্ট হইয়াছে, এব^ আমি তাহাদিগকে ষে পথের বিষয়ে আজ্ঞাদিলাম, তাহাহইতে তাহার। শীঘু বহিভূত হইল, ফলতঃ তাহারা আপনাদের নিমিত্তে এক ছাঁচে ঢাল গোবৎস নিৰ্ম্মাণ করিয়া তাহার পূজা করিল, এব^ তাহার কাছে বলিদান করিয়া কহিল, হে ইসুয়েল ব শ যে দেবতা মিসরদেশ হইতে তোমাকে বাহির' করিয়া আনিল, সে এই । অপর পরমেশ্বর মূসাকে আরো কহিলেন, আমি এই লোকদিগকে দেখিলাম, দেখ ইহারণ অতিশয় অসাধ্য। অতএব তুমি ক্ষান্ত হও, তাহাদের প্রতিকূলে ক্রোধ প্রজ্বলিত করিয়া তাহাদিগকে বিনষ্ট করিব, কিন্তু তোমাকে বড় জাতির মূল করিব। তাহাতে মূসা আপন প্ৰভু পরমেশ্বরের নিকটে বিনয় করিয়া কহিল, হে পরমেশ্বর তুমি ষে আপন লোকদিগকে মহাপরাক্রম ও বাহুবলেতে মিসরদেশ হইতে বাহির করিলা, তাহাদের প্রতিকূলে কেন ক্রোধ প্রজ্বলিত কর, তিনি অশ্বভের নিমিত্তে পৰ্ব্বতে তাহাদিগকে নষ্ট করিতেও পৃথিবী হইতে ল৭হার করিতে বাহির করিয়া আনিলেন এমত কথা মিশ্ৰীয়ের গল্প করিয়া কেন কহিবে, আপনি প্রচণ্ড ক্রোধহইতে ফিরুন, ও অন্নপন লোক- , দের প্রতিকূলে এই দুৰ্গতির বিষয়ে ক্ষান্ত হউক্ষ। এৰ৯ তুমি আপনার যে দাস ইব্রাহীম ও ইসহাক ও ইতায়েলের সাক্ষাতে আপন নামে দিব্য করিয়া কহিরছি, चूमि আকাশের তারাগণের ন্যায় তোমার বণশ H 3