পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रनिभैौ*नीथान

  1. ীৰ্বপুল সমীরণ ঘন প্রবহণ। শিরে করাঘাত স্বৰু বঞ্জ নিৰ্ধোৰণ । ললাটেতে বার বার পৃহারে কঙ্কণ । ঝণৎকার ধবনি তার শব্দ বৰু বন । তাহে রুধিরের ধার হতেছে পতন । যেন বিজলীর হার দেয় দরশন II আলুয়িত চারু বেণী কবরী-বন্ধন । কিবা ঘন ঘনশ্রেণী ছাইল গগন । কন্তু যেন পাগলিনী করেন ভ্রমণ। যথ ভ্ৰমে কুরঙ্গিণী দাবদগ্ধ বন । ধূলায় ধূসর তনু নিদিয়া কাঞ্চন । প্রভাত কালের ভানু মেঘে অচিছাদন। পরিপূর্ণ শোক-স্বরে নৃপ-নিকেতন। চারিদিকে খেদ করে সহচরীগণ II

ধৈর্য্য-ধারণ । ধীরা ধৰ্ম্মমতী যেই, তাহার লক্ষণ এই, ধৈর্য্য ধরে বিপদ সময় । পদ্মিনী সুধীর সতী, নিরূপমা গুণবতী, , হইলেন সুস্থির-হৃদয়। রাজার বিপদ শুনি, অস্তরে প্রমাদ গণি, কিছু কাল শোকাচছনুমনা । নীরদা-বিগতে রবি, যেরূপ প্রখর ছবি, সেইরূপ নৃপতি-ললনা। दिधांन-पॉब्रिग्रज्ञांकि, হৃদয় ঘেরিল জাসি, ঘনচিছনু মানস-তপন। यशम्श्रह्थं इ'टन वृ2ि, হৃদয়ে সাহস-স্বষ্টি, আর ভানু থাকে কি গোপন ? ऋबिग्न कूजज बांजा, মান-মদে মাতোয়ালী, উগ্রতর মনোবৃত্তিচয়। বীরেক ভাবেন মনে, “সঙ্গে লয়ে সেনাগণে, রণ-ক্ষেত্রে হইব উদয় । कब्रि शंख छौवनांल, উদ্ধারিব প্রাণকান্ত, ক্ষত্র-কুলে রাখিব মহিমা । বধা রঘুপতি প্রিয়া, শতস্কন্ধে বিলাশিয়া,

  • चनंगिंजा यजैीय अंब्रिया ।i”

আবার ভাবেন রাণী, “কিবা হয় নাহি জানি, কপালেতে কি আছে লিখন ? যবনে বিশ্বাস নাই, যাহা ভাবি ঘটে তাই, পাছে ভূপ হারান জীবন। পরিহরি কুল লজ্জা, ধরিব সমর-সজ্জা, ইহা শুনি শত্রু দুরশিয়। ক্রোধাভরে মত্ত হয়ে, যদি প্ৰাণনাথে লয়ে, বধে প্ৰাণ নিদয় হৃদয় । সে সংবাদে হয়ে ক্ষুণু, আমি হব শক্তিশূন্য, ভয়ে পলাইবে সেনাকুল। পড়ির্ব যবন হাতে, দুই কুল যাবে তাতে, কু-রব রেীরবে রবে কুল। অতএব ছলক্রমে, উদ্ধারিয়ে পিয়তমে, পরে বৈরি বিনাশ-মন্ত্রণ | যেমন দেখিছে রঙ্গ, হয় শত্ৰু ছত্রভঙ্গ, তবে ঘুচে মনের যন্ত্রণা ৷” এরূপ প্ৰবোধ ধরি, বার দিয়ে কৃশোদরী, বসিলেন বাহির দেওয়ানে । উদেশিয়া দিল্লীশুরে, লিপিকরে লিপি করে, মন্ত্রিগণ আদেশ প্রমাণে । “পতি বিনা হীন গতি, শ্ৰীমতী পদ্মিনী সতী, হইলেন আজ্ঞাধীন তব । যাবেন তোমার কাছে, একমাত্র পণ অাছে, যেন তার থাকে হে গৌরব ৷ ক্ষত্রমাঝে শেষ্ঠকুল, সন্মানে নাহিক ভুল হিন্দুরাজচক্রবর্তী পতি। রূপসীর অগ্রগণ্য, তার সম নাহি অন্য, সবে কহে নিরুপমা সতী । অতএব হে তাহার, शांन उिनू उिफा थांब्र, নাহি কিছু তোমার নিকটে । যাইবেন তব ঘরে, যথাযোগ্য আড়ম্বরে, হীন বলি কলঙ্ক না রটে । উীহার সহস্ৰ দাসী, সঙ্গে যেতে অভিলাষী, যাবে সবে শিবিকারোহণে । জাগে যথা নরপতি, তথা করিবেন গতি, পুণতি করিতে শ্রীচরণে।