● রত্নাবলী নাটক । স্বসং —( রোদন করিতে করিতে সহসা নিকটে আসিয়া) ওগো বসন্তকঠাকুর, একটু দাড়াও দিকি। বিদু।– দেখিয়া ) একি ! স্বসঙ্গত যে ! এখানে কাদচ কেন ? সাগরিক কি আত্মঘাতী হয়েছে ? সুসং । কি হয়েছে বলি শোনো । বেচার সাগরিককে দেবী উজ্জয়িনীতে পাঠিয়ে দিয়েছেন এইরূপ একটা জনরব রাষ্ট্র করে’ দিয়ে, অৰ্দ্ধ রাত্রিতে কোথায় যে তাকে নিয়ে গেলেন কিছুই বলতে পারি নে। বিদু। — (সোদ্বেগে ) হা! সাগরিক, তোমার কি অসামান্য রূপলাবণ্য, আহা তোমার মুখের কি মৃদু মৃদ্ধ মধুর কথা, তুমি এখন কোথায় গেলে ? একবারটি আমার কথার উত্তর দেও। ওঃ ! দেবী কি নিষ্ঠুর কাজই করেছেন । সুসং —দেখ বসন্তক ঠাকুর, প্রিয়সখী জীবনে হতাশ হয়ে এই রত্নমালাটি আমার হাতে দিলে বল্লেন, এইটি বসন্তক ঠাকুরকে দিও। তা তুমি এই রত্নমালাটি গ্রহণ কর। বিদু।–(সাশ্রলোচনে সকরুণভাবে কর্ণ আচ্ছাদন করিয়া) মুস ঙ্গতে ! তোমার ও কথা শুনে রত্নমালাটি নিতে কি আর হত্ত সরে ? (উভয়ে রোদন ) সুসং । (কতাঞ্জলি হইয়া) না, তা হবে না ঠাকুর, অনুগ্রহ করে এটি গ্রহণ করতেই হবে। বিদু । ( চিন্তা করিয়া ) আচ্ছা দেও, মহারাজ সাগরিকার বিরহে উৎকণ্ঠিত হয়ে আছেন, এইটি দেখলেও কতকটা তার সাম্বন৷ হবে । সুসং — বসন্তকের হস্তে রত্নমালা প্রদান )
পাতা:রত্নাবলী নাটক.djvu/৭৯
অবয়ব