ভূভীক্স দুশ্য বনাকীর্ণ নির্জন গ্রাম্য পথ রমেশ দ্রুতপদে প্রবেশ করিল। রমা অন্তরাল হইতে ডাকিল—রমেশদ ? এবং পরক্ষণেই সম্মুখে আসিয়া উপস্থিত হইল রমেশ । রমা ? এতদূরে এই নির্জন পথে তুমি ? রম। আমি জানি পীরপুরের ইস্কুলের কাজ সেরে এই পথে তুমি নিত্য যাও । রমেশ । তা যাই। কিন্তু তুমি কেন ? রম । শুনেছিলাম এখানে আর তোমার শরীর ভাল থাকৃচে না । এখন কেমন আছে ? রমেশ । ভালো নয় । মনে হয় রোজ রাত্রেই যেন জ্বর হয়। রমা। তাহলে কিছুদিন বাইরে ঘুরে এলে ভাল হয়। রমেশ । ( হাসিয়া ) ভাল ত হয় জানি, কিন্তু যাই কি কোরে ? রমা। হাস্লেন যে বড় ? আপনি বলবেন আপনার অনেক কাজ, কিন্তু এমন কাজ কি আছে যা নিজের শরীরের চেয়েও বড় ? রমেশ । নিজের শরীরটা যে ছোট জিনিস তা আমি বলি নে। কিন্তু এমন কাজ মানুষের আছে যা এই দেহটার চেয়েও বড়। কিন্তু সে তো তুমি বুঝবে না রমা। রম । আমি বুঝতেও চাই নে । কিন্তু আপনাকে আর কোথাও যেতেই হবে । সরকার মশায়কে বলে দিয়ে যান আমি তার কাজ কৰ্ম্ম দেখবো ।
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১১
অবয়ব