পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ty- রম! ु६/भ छक्क মাসি। কি বললি ল' ? রম । কিছু না । বলি, রান্না-বান্না কি আজ হবে না ? ষাও না ডুবট দিয়ে এসো না। পুষ্করিণীর উদ্দেশে রমার ক্রতপদে প্রস্থান বেণী । ব্যাপার কি মাসি ? মাসি। কি ক’রে জানবো বাছ ? ও রাজ-রাণীর মেজাজ বোঝা কি আমাদের মত দাসী-বাদীর কৰ্ম্ম ? প্রস্থান গোবিন্স গাঙলীর প্রবেশ গোবিন্দ। ভ্যালা যাহোকৃ। সকাল থেকে সারা গাটা খুজে বেড়াচ্চি বেণীবাবু গেল কোথায় ! বলি শুনেছ খবরটা ? বাবাজী কাল ঘরে পা দিয়েই ছুটেছিলেন নন্দীদের ওখানে । এ যদি না দুদিনে উচ্ছন্ন যায় ত আমার গোবিন গাঙলী নাম তোমরা বলে রেখো। নবাবী কাও-কারখানার ফর্দ শোন ত অবাক হয়ে যাবে। তারিণী ঘোষাল সিকি পয়সা রেখে মরেনি তা জানি, তবে এত কেন ? হাতে থাকে কর, না থাকে, বিষয় বন্ধক দিয়ে কে কবে ঘটা কোরে বাপের শ্রাদ্ধ করে তাতে কখনো শুনি নি বাবা। আমি তোমাকে নিশ্চয় বলুচি বেণিমাধব বাবু, এ ছোড়া নলীদের গদী থেকে অন্ততঃ পাচটি হাজার টাকা দেনা করেচে। বেণী । বল কি ! তা হ’লে কথাটা ত বার করে নিতে হচ্ছে গোবিন্দখুড়ে ? গোবিন্দ । (মৃদু হাস্ত করিয়া ) সবুর করোনা বাবাজী, একবার ভাল